Ajker Patrika

বিজয়ী সদস্যের ওপর হামলা পরাজিতদের

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৩
বিজয়ী সদস্যের ওপর হামলা পরাজিতদের

ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকেরা মারধর করে জখম করেছে বিজয়ী সদস্য, তার ভাই ও বাবাকে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার কাষ্টাভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাতগাছিয়া গ্রামে। আহত সদস্য মো. রাশেদুল ইসলাম একই ওয়ার্ডের তেতুলবাড়িয়া গ্রামের আতিয়ার শেখের ছেলে।

ঘটনার সময় ওই ওয়ার্ডের বিজয়ী সদস্য রাশেদুল ইসলাম নির্বাচনী ওয়ার্ডের সাতগাছিয়া গ্রামে মো. জুম্মন নামে অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান। তার বাড়ি পাশে দাঁড়িয়ে অসুস্থ ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় পরাজিত মেম্বার মো. কোরবান আলীর সমর্থকেরা তার ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো দায়ের কোপে রাশেদুলে ডান পা কেটে যায়। রাশেদুল ও অসুস্থ জম্মন দ্রুত একটি ঘরে আশ্রয় নেন। হামলাকারীরা রাশেদের সঙ্গে থাকা তার ভাই রফিকুল ইসলাম, বাবা আতিয়ার রহমান ও প্রতিবেশী মোমিনুর রহমানকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে বারোবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজন মেম্বার রাশেদ ও তার বাবা আতিয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত নবনির্বাচিত ইউপি মেম্বার রাশেদুল ইসলাম জানান, আমি বিগত সময়েও নির্বাচিত মেম্বার ছিলাম। ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে জয়ী হওয়ার পরের দিন অসুস্থ কর্মীকে দেখতে গেলে পরাজিত মেম্বার প্রার্থী কোরবানের সমর্থকেরা হত্যার উদ্দেশ্যেই হামলা করে। এ সময় কোন রকমে পাশের একটি ঘরে আশ্রয় নিলে সেখানে তারা হামলা করে ভাঙচুর করে।

বারোবাজার পুলিশ ফাঁড়ির আইসি মোকলেছুর রহমান জানান, রাতে সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে মেম্বারসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করি। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে যোগ করেন ফাঁড়ি ইনচার্জ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত