Ajker Patrika

দেশে এল কোক স্টুডিও

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৪২
দেশে এল কোক স্টুডিও

যাঁরা গান ভালোবাসেন, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার গানে ও সুরে মুগ্ধতা খুঁজে বেড়ান, তাঁদের জন্য এই শীতে উষ্ণ সুখবর। ফিউশন গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া প্ল্যাটফর্ম কোক স্টুডিওতে এবার শোনা যাবে বাংলাদেশের শিকড়ের গান। আর সেগুলো গাইবেন এ দেশেরই শিল্পীরা।

এ মাসের মধ্যভাগে কোক স্টুডিও বাংলা প্রথম সিজনের গানগুলো প্রকাশ পাওয়া শুরু হবে। এ সিজনের থিম সং ‘একলা চলো রে’ প্রকাশের মধ্য দিয়ে আয়োজনটির যাত্রা শুরু হলো সোমবার। থিম সং গেয়েছেন অর্ণব, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ, কনা, পান্থ কানাই, ঋতুরাজ, নন্দিতা, রুবায়াত, মাশা, মিজান, বগা তালেব, অনিমেষ রায় ও শেখ ইশতিয়াক।

এখন থেকে কোকা-কোলা বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও স্পটিফাইয়ের মাধ্যমে সংগীতপ্রেমীরা এই ফিউশনধর্মী প্ল্যাটফর্মের গানগুলো শুনতে ও দেখতে পারবেন।

যেমন হবে কোক স্টুডিও বাংলা

জনপ্রিয় কিছু গান নিয়ে শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলা প্রথম সিজন। গানগুলো গেয়েছেন মমতাজ, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, কনা, সামিনা চৌধুরী, মিজানসহ একঝাঁক তারকা। আছে দেশের সংগীতাঙ্গনের প্রতিশ্রুতিশীল কিছু কণ্ঠ।

প্রথম সিজনে গান থাকছে ১০টি। এর পাশাপাশি বিভিন্ন উৎসব উদ্‌যাপন উপলক্ষে প্রকাশ করা হবে বাড়তি আরও কয়েকটি গান। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছেন, প্রথম সিজনে বাংলাদেশের সেরা কিছু সৃষ্টিকে তুলে ধরা হবে। বাংলা গানের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রতিফলিত করে, এমন কিছু গানই বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে পার্বত্য অঞ্চলের প্রচলিত কিছু গানও থাকবে।

অর্ণবের চমক

মৌলিক ও ফিউশন দুই ধরনের গানেই জনপ্রিয়তা পেয়েছেন শায়ান চৌধুরী অর্ণব। তিনি যুক্ত হয়েছেন কোক স্টুডিও বাংলায়। শুধু গায়ক হিসেবে নয়, পুরো আয়োজনের পেছনে কলকাঠি নেড়েছেন তিনিই। মানে প্রথম সিজনে যত গান প্রকাশ হবে, সেগুলোর সংগীত প্রযোজনা করেছেন তিনি। প্রতিটি গান বাছাই থেকে শুরু করে সংগীত পরিচালনা, রেকর্ডিং—সবকিছুতে আছে অর্ণবের ছোঁয়া।

অর্ণব বলেন, ‘এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর প্রথমেই আমার ভাবনা ছিল, কীভাবে করলে অন্য রকম হবে। প্রতি মুহূর্তে শিল্পীদের সঙ্গে আলোচনা করেছি। তাতে যে ফলটা পেয়েছি, সেটা অসাধারণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

‘সি’ গ্রেডের গভর্নর খেতাব পেলেন ড. আহসান মনসুর

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কর্মী নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, বেতন ৪৫ হাজার টাকা

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
Loading...