Ajker Patrika

আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১১: ২৮
আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মিঠাপুকুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এই আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁকে মনোনয়ন দেবেন তাঁর পক্ষে থেকেই নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকেই মনোনয়ন চেয়ে আবেদন করবেন কিন্তু সবাই তো মনোনয়ন পাবেন না। তাই বলে নৌকার বিপক্ষে যাওয়া ঠিক হবে না। ১৭ ইউনিয়নে যাঁকেই মনোনয়ন দেওয়া হবে তাঁকে সমর্থন দিয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। কারণ নৌকা প্রতীক দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রোজী রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত