আগৈলঝাড়া প্রতিনিধি
সামনেই ২১ ফেব্রুয়ারি। এর আগেই আছে বসন্তবরণ ও ভ্যালেন্টাইনস ডে উৎসব। এ সবকিছু মিলিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ফুল বাজারে বেচাকেনা জমে উঠেছে। ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলচাষি, পাইকার ও শ্রমিকেরা।
আগৈলঝাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে ব্যাপক হারে ফুল চাষ হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সদরসহ বিভিন্ন এলাকায় প্রতিবছর মৌসুমের শুরু থেকেই ফুলের চারার ভাসমান হাট বসে। শীত ও বর্ষায় উপকূলীয় এলাকাগুলোর হাটবাজারে বিকিকিনি হয় এ হাটের ফুলের চারা।
উপজেলা সদরে গাছ ও ফুল বিক্রেতা আনোয়ার হোসেন জানান, নেছারাবাদ উপজেলার অলংকারকাঠী ও সংগীতকাঠীতে রয়েছে দেশি-বিদেশি নানা জাতের ফুলের চারার নার্সারি। সেখান থেকে গাঁদা, গোলাপ, জিনিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকাসহ ২০-২৫ জাতের ফুলের চারা বিভিন্ন হাটবাজারে বিক্রি করা হয়। তবে বেশি বেচাকেনা হয় ভাসমান হাটে। প্রতি শীত মৌসুমে হাটে লাখ টাকার চারা বিক্রি হয়।
সরেজমিন দেখা গেছে, ইতিমধ্যে ফুলের দোকানগুলো বাসন্তি, হলুদ গাঁদাসহ বিভিন্ন ফুলে ভড়ে উঠেছে।
এবারের বসন্তে দারুণ উপহার নিয়ে এসেছেন ফুলচাষিরা। গত তিন মাস ধরে নিবিড় পরিচর্যায় কৃষকেরা প্রকৃতিকে ভরিয়ে দিয়েছেন গ্লাডিওলাস ফুলের সৌন্দর্যে। ফুলের এ মৌসুমেই গ্লাডিওলাসের প্রতিটি স্টিক বিক্রি হচ্ছে ২০ টাকা দরে।
বৈশাখী নার্সারির মালিক শাহাদাত হোসেন জানান, এক একর জমিতে গাঁদা, জিনিয়া, গ্লাডিওলাস, গোলাপসহ শীত ও গ্রীষ্মকালীন ফুলের চাষ করছেন।
পাইকার ও খুচরা বিক্রেতারা প্রতিদিন নানা জাতের ফুলসহ চারা কিনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়ে বিক্রি করছেন।
সামনেই ২১ ফেব্রুয়ারি। এর আগেই আছে বসন্তবরণ ও ভ্যালেন্টাইনস ডে উৎসব। এ সবকিছু মিলিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ফুল বাজারে বেচাকেনা জমে উঠেছে। ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলচাষি, পাইকার ও শ্রমিকেরা।
আগৈলঝাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে ব্যাপক হারে ফুল চাষ হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সদরসহ বিভিন্ন এলাকায় প্রতিবছর মৌসুমের শুরু থেকেই ফুলের চারার ভাসমান হাট বসে। শীত ও বর্ষায় উপকূলীয় এলাকাগুলোর হাটবাজারে বিকিকিনি হয় এ হাটের ফুলের চারা।
উপজেলা সদরে গাছ ও ফুল বিক্রেতা আনোয়ার হোসেন জানান, নেছারাবাদ উপজেলার অলংকারকাঠী ও সংগীতকাঠীতে রয়েছে দেশি-বিদেশি নানা জাতের ফুলের চারার নার্সারি। সেখান থেকে গাঁদা, গোলাপ, জিনিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকাসহ ২০-২৫ জাতের ফুলের চারা বিভিন্ন হাটবাজারে বিক্রি করা হয়। তবে বেশি বেচাকেনা হয় ভাসমান হাটে। প্রতি শীত মৌসুমে হাটে লাখ টাকার চারা বিক্রি হয়।
সরেজমিন দেখা গেছে, ইতিমধ্যে ফুলের দোকানগুলো বাসন্তি, হলুদ গাঁদাসহ বিভিন্ন ফুলে ভড়ে উঠেছে।
এবারের বসন্তে দারুণ উপহার নিয়ে এসেছেন ফুলচাষিরা। গত তিন মাস ধরে নিবিড় পরিচর্যায় কৃষকেরা প্রকৃতিকে ভরিয়ে দিয়েছেন গ্লাডিওলাস ফুলের সৌন্দর্যে। ফুলের এ মৌসুমেই গ্লাডিওলাসের প্রতিটি স্টিক বিক্রি হচ্ছে ২০ টাকা দরে।
বৈশাখী নার্সারির মালিক শাহাদাত হোসেন জানান, এক একর জমিতে গাঁদা, জিনিয়া, গ্লাডিওলাস, গোলাপসহ শীত ও গ্রীষ্মকালীন ফুলের চাষ করছেন।
পাইকার ও খুচরা বিক্রেতারা প্রতিদিন নানা জাতের ফুলসহ চারা কিনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়ে বিক্রি করছেন।
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৭ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪