Ajker Patrika

মিতু হত্যার আসামি গ্রেপ্তার

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬: ০৭
মিতু হত্যার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূ মিতু হত্যার অন্যতম আসামি সেন্টু শেখকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গত শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের জামতলায় হাজি ব্রাদার্স রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১-এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৫ জুলাই বন্দরের রেললাইনসংলগ্ন খালে তোশকে মোড়ানো নারীর গলিত লাশ পাওয়া যায়।

এতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করে। পরে পুলিশ অজ্ঞাত লাশ শনাক্ত করে সন্দেহজনক কয়েকজনকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে মিতুর স্বামী রুহুল আমিন ওরফে রবিন ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সে সময় রবিন জানান, পরকীয়া প্রেমে লিপ্ত থাকায় মিতুকে হত্যা করা হয় এবং সেন্টু শেখ লাশ গুমে সহায়তা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত