শিপুল ইসলাম, রংপুর
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ঢাকায় দৌড়ঝাঁপ করছেন বেশ কয়েকজন নেতা। অন্যরা কৌশলে প্রচার ও জনসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী ঠিক হয়ে যাওয়ায় মাঠে নেমে গেছেন কর্মী-সমর্থকেরা।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের দশম সিটি করপোরেশন হিসেবে রসিকে তৃতীয়বারের মতো নির্বাচন হবে ২৭ ডিসেম্বর। এ জন্য ৭ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। এবার প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ করা হবে ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ না দেওয়া পর্যন্ত আগ্রহী প্রার্থীদের প্রচার ও গণসংযোগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ১০ অক্টোবর এ নির্দেশ দিয়ে ৩৬ ঘণ্টার মধ্যে প্রচারের সব সামগ্রী অপসারণ ও গণসংযোগ বন্ধ রাখতে বলা হয়।
তবে থেমে নেই সম্ভাব্য প্রার্থীরা। তাঁরা নানা কৌশলে ভোটারদের কাছে গিয়ে নিজের জন্য ভোট চাইছেন। গতকাল শুক্রবার সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে জুমার নামাজ শেষে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চাওয়া হয়। অন্যদিকে নগরীর বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির কর্মী-সমর্থকেরাও তাঁদের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার জন্য প্রচার চালান।
জানতে চাইলে নৌকার মনোনয়নপ্রত্যাশী রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি বলেন, ‘ভোট তো আমার রংপুরে, তাই এলাকায় প্রচারণা চালাচ্ছি। ঢাকায় যাইনি।
নির্বাচনের তারিখ যে দিন ঘোষণা হয়, সে দিন থেকেই মানুষের কাছে যাচ্ছি। আশা করি নেত্রী আমাকে মনোনয়ন দেবেন। এলাকার লোকজনও নৌকা প্রতীকে ভোট দিয়ে নগরীর উন্নয়নের অংশীদার হবেন।’
আওয়ামী লীগ থেকে আরেক মনোনয়নপ্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল নৌকার টিকিট পেতে ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন, ‘ঢাকায় আছি।
আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। প্রধানমন্ত্রী রংপুরের ব্যাপক উন্নয়ন করেছেন। সেগুলো আমি রংপুরের পাড়া থেকে শহর পর্যন্ত মানুষের কাছে তুলে ধরেছি। পরিকল্পিত ও সুন্দর নগরী গড়ে তুলতে শেখ হাসিনার জুড়ি নেই। রংপুরের উন্নয়নের জন্য আওয়ামী লীগের মেয়র দরকার।’
এদিকে রসিক নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর দল থেকে মনোনয়ন পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে নেতা-কর্মীদের মধ্যে। এ বিষয়ে রাজু বলেন, ‘সিটি নির্বাচনে আমার তেমন আগ্রহ নেই। তবে নেতা-কর্মীরা আমাকে চান। তাঁরা নৌকা প্রতীকে সিটি নির্বাচনে অংশ নেওয়ার জন্য বলছেন। তবে প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন তাহলে নির্বাচন করব।’
এদিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘গত সিটি নির্বাচনে এক লাখের বেশি ভোটে জয়ী হয়েছি। আশা করি এবারও তার চেয়ে বেশি ভোটে জয়ী হব, কম হবে না। দল এবারও আমাকে মনোনয়ন দিয়েছে। রেগুলার রুটিন হিসেবে প্রচার চলছে। পদত্যাগ না করা পর্যন্ত মেয়র হিসেবে আছি। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে ৯ ডিসেম্বর থেকে।
আমার তেমন প্রতিদ্বন্দ্বী নেই।’
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ঢাকায় দৌড়ঝাঁপ করছেন বেশ কয়েকজন নেতা। অন্যরা কৌশলে প্রচার ও জনসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী ঠিক হয়ে যাওয়ায় মাঠে নেমে গেছেন কর্মী-সমর্থকেরা।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের দশম সিটি করপোরেশন হিসেবে রসিকে তৃতীয়বারের মতো নির্বাচন হবে ২৭ ডিসেম্বর। এ জন্য ৭ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। এবার প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ করা হবে ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ না দেওয়া পর্যন্ত আগ্রহী প্রার্থীদের প্রচার ও গণসংযোগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ১০ অক্টোবর এ নির্দেশ দিয়ে ৩৬ ঘণ্টার মধ্যে প্রচারের সব সামগ্রী অপসারণ ও গণসংযোগ বন্ধ রাখতে বলা হয়।
তবে থেমে নেই সম্ভাব্য প্রার্থীরা। তাঁরা নানা কৌশলে ভোটারদের কাছে গিয়ে নিজের জন্য ভোট চাইছেন। গতকাল শুক্রবার সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে জুমার নামাজ শেষে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চাওয়া হয়। অন্যদিকে নগরীর বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির কর্মী-সমর্থকেরাও তাঁদের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার জন্য প্রচার চালান।
জানতে চাইলে নৌকার মনোনয়নপ্রত্যাশী রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি বলেন, ‘ভোট তো আমার রংপুরে, তাই এলাকায় প্রচারণা চালাচ্ছি। ঢাকায় যাইনি।
নির্বাচনের তারিখ যে দিন ঘোষণা হয়, সে দিন থেকেই মানুষের কাছে যাচ্ছি। আশা করি নেত্রী আমাকে মনোনয়ন দেবেন। এলাকার লোকজনও নৌকা প্রতীকে ভোট দিয়ে নগরীর উন্নয়নের অংশীদার হবেন।’
আওয়ামী লীগ থেকে আরেক মনোনয়নপ্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল নৌকার টিকিট পেতে ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন, ‘ঢাকায় আছি।
আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। প্রধানমন্ত্রী রংপুরের ব্যাপক উন্নয়ন করেছেন। সেগুলো আমি রংপুরের পাড়া থেকে শহর পর্যন্ত মানুষের কাছে তুলে ধরেছি। পরিকল্পিত ও সুন্দর নগরী গড়ে তুলতে শেখ হাসিনার জুড়ি নেই। রংপুরের উন্নয়নের জন্য আওয়ামী লীগের মেয়র দরকার।’
এদিকে রসিক নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর দল থেকে মনোনয়ন পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে নেতা-কর্মীদের মধ্যে। এ বিষয়ে রাজু বলেন, ‘সিটি নির্বাচনে আমার তেমন আগ্রহ নেই। তবে নেতা-কর্মীরা আমাকে চান। তাঁরা নৌকা প্রতীকে সিটি নির্বাচনে অংশ নেওয়ার জন্য বলছেন। তবে প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন তাহলে নির্বাচন করব।’
এদিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘গত সিটি নির্বাচনে এক লাখের বেশি ভোটে জয়ী হয়েছি। আশা করি এবারও তার চেয়ে বেশি ভোটে জয়ী হব, কম হবে না। দল এবারও আমাকে মনোনয়ন দিয়েছে। রেগুলার রুটিন হিসেবে প্রচার চলছে। পদত্যাগ না করা পর্যন্ত মেয়র হিসেবে আছি। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে ৯ ডিসেম্বর থেকে।
আমার তেমন প্রতিদ্বন্দ্বী নেই।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪