Ajker Patrika

আ.লীগের ২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৩: ৪৬
আ.লীগের ২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কিশোরগঞ্জের তাড়াইলে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হচ্ছে। তাঁরা হলেন উপজেলার ১ নম্বর তালাজাঙ্গা ইউনিয়নে মো. সেলিম খান এবং ৪ নম্বর জাওয়ার ইউনিয়নে মো. জিয়াউর রহমান জিয়া। গত ১১ নভেম্বর উপজেলার সাত ইউপিতে ২য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, তালজাঙ্গা ইউপিতে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করেন বর্তমান চেয়ারম্যান মো. সেলিম খান। তিনি ১ হাজার ৩১৪ ভোট পেয়ে পরাজিত হন। ওই ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবু জাহেদ ভূঞা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৫৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। অপরদিকে জাওয়ার ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন বর্তমান চেয়ারম্যান মো. জিয়াউর রহমান। তিনি পেয়েছেন ১ হাজার ৫৯২ ভোট। ওই ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী মো. ইমদাদুল হক রতন লাঙল প্রতীকে ৫ হাজার ২৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, কোনো প্রার্থী যদি মোট ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পান তবে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে তালজাঙ্গা ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৪৭১ ভোট কম পেয়েছেন। আর জাওয়ার ইউপির মো. জিয়াউর রহমান ১৩৩ ভোট কম পেয়েছেন। ফলে তাঁরা জামানত হারাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত