Ajker Patrika

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬: ১২
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঘাটাইলে রোকেয়া বেগম (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘাটাইল থানা-পুলিশ গত মঙ্গলবার রাতে উপজেলার আইনপুর গ্রামে থেকে তাঁর লাশ উদ্ধার করে। রোকেয়া উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের আইনপুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। বেলাল রোকেয়া দম্পতির একমাত্র ছেলে লিটন সিঙ্গাপুর প্রবাসী। মেয়ে লিপি বেগমের বিয়ে হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার স্বামী সাংসারিক কাজে বাইরে থাকায় রোকেয়া একাই বাড়িতে ছিল। তাঁর স্বামী সন্ধ্যায় বাড়িতে এসে বসত ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় রোকেয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের মেয়ে লিপি বলেন, আমার মায়ের কিছুটা মানসিক সমস্যা ছিল। এর আগেও তিনি তিনবার ফাঁসি দেওয়ার চেষ্টা করেন। তাঁকে মানসিক চিকিৎসক দেখানো হয়েছিল।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, নিজ ঘর থেকে রোকেয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত