Ajker Patrika

বগুড়ায় ৬৮টি নমুনায় করোনা শনাক্ত ১

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫: ২০
বগুড়ায় ৬৮টি নমুনায় করোনা শনাক্ত ১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৬৮টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে একজনের শরীরে। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ১ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনা ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি। গতকাল শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় কোনো মৃত্যু নেই। মোট মৃত্যুসংখ্যা ৭৯৪ জনই অপরিবর্তিত আছে। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৬ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির হিসাব নেই।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ২ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫ জন। তাঁদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১১ জন আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত