Ajker Patrika

বুয়েটে রাজনীতি চালু হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে

এম ফিরোজ আহমেদ
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৯: ১৮
বুয়েটে রাজনীতি চালু হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে

বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আবার চালুর প্রয়োজন কেন হলো বুঝলাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও চাননি বুয়েটের শিক্ষকেরা রাজনীতিতে যুক্ত হন।

সত্তরের দশকে বুয়েটের শিক্ষার্থী ছিলাম, নব্বইয়ের দশকে বুয়েটে হলের প্রভোস্ট ছিলাম। তখন বুয়েটের পরিবেশ অনেক ভালো ছিল। প্রভোস্ট থাকাকালে হলে কিছু ঘটলেই পাঁচ মিনিটে খবর পেয়ে যেতাম। দ্রুত গিয়ে আমরা সমাধান করতাম। কিন্তু আবরার ফাহাদ হত্যাকাণ্ড বুয়েট প্রশাসন কেন থামাতে পারেনি জানি না। এটা নিয়ে তদন্ত হয়েছে কি না, সে খবরও পাইনি।

আমাদের সময় বুয়েটে কোনো রাজনৈতিক চর্চা ছিল না। তবে ছাত্র সংসদ ছিল। তখন ছাত্র সংসদ নির্বাচনে সবচেয়ে ভালো ছাত্র নির্বাচিত হতো।

আমরা চাই বুয়েট ক্ষমতাসীন রাজনীতি থেকে বাইরে থাকুক। তারা নিজেদের মধ্যে রাজনীতি করুক। ক্যারিয়ার বা আত্মোন্নয়নে সাংগঠনিক চর্চা করুক।

ছাত্ররাজনীতি শুরু হলে হয়তো কিছু শিক্ষার্থী লাভবান হবে, যারা রাজনীতিতে নেতা হবে। তবে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। কিছু ছাত্র রাজার হালে থাকবে, আর কিছু ছাত্র তাদের কথা শুনবে, এটা তো ঠিক নয়। ফলে বুয়েটের বেশির ভাগ শিক্ষক ও শিক্ষার্থী ছাত্ররাজনীতির বিপক্ষে।

এম ফিরোজ আহমেদ, বুয়েটের সাবেক অধ্যাপক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত