Ajker Patrika

অনুশীলন মাঠে ভবন বিক্ষোভ শিক্ষার্থীদের

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫: ৪২
অনুশীলন মাঠে ভবন বিক্ষোভ শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয়ের অনুশীলন মাঠ, পরিবেশ, সংস্কৃতি ও সৌন্দর্য রক্ষার্থে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে জয়বাংলা ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বিনষ্ট করে কোনো উন্নয়ন আমরা চাই না। এত ভবন নির্মাণ করে বিশ্ববিদ্যালয়কে বস্তি বানানোর একটি রুচিহীন পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। আমরা চাই একটি সুন্দর সবুজ ক্যাম্পাস। শিক্ষার্থীদের খেলাধুলাসহ সাংস্কৃতিক আবহ বিনষ্ট করার এই ঘৃণ্য পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া যায় না। প্রয়োজনে অধিগ্রহণকৃত জায়গায় এই ভবন নির্মাণ করতে হবে।’

মানববন্ধন শেষে স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের অনুশীলন মাঠে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এরপর সীমানাপ্রাচীরের জন্য পুঁতে দেওয়া খুঁটি উপড়ে ফেলেন তারা। পরে সেগুলো প্রশাসনিক ভবনের সামনে রেখে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এ ছাড়া প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, ‘আমি শুধু একজন দায়িত্বরত ব্যক্তি। এখানে এই ভবন নির্মাণের পরিকল্পনা আরও আগের। আমার কিছুই করার নেই।’

প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘শিক্ষার্থীদের দাবি-দাওয়া শুনেছি। এ নিয়ে সভা ডাকা হয়েছে। সেখানে দাবিগুলো তুলে ধরব। শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে কথা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত