Ajker Patrika

কালিয়ায় ১২ ইউপিতে আ.লীগের ২৬ বিদ্রোহী

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ৩৩
কালিয়ায় ১২ ইউপিতে আ.লীগের ২৬ বিদ্রোহী

আগামী ২৮ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কমিউনিস্ট পার্টি অংশগ্রহণ করছে।

এর মধ্যে চেয়ারম্যান পদে মোট ৪৫ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ১২ জন, দলের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ২৬, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭ জন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ২৯৩, সংরক্ষিত নারী আসনে ১১৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

কালিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। সম্ভাব্য চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের তালুকদার রাবিউল হাসান, বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান কায়েস এবং মো. সোহেল তালুকদার, ইসলামী আন্দোলনের মো. লিপু মুনশি।

বাঐসোনা ইউনিয়ন পরিষদে শাহ মো. ফোরকান মোল্লা, দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এস এম চুন্নু।

পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নির্মল কুমার বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী মো. মাহামুদ মল্লিক।

জয়নগর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মুন্সি আনোয়ার হোসেন, স্বতন্ত্র বাহারুল চৌধুরী, কাজী আইউব আলী, গাজী মনিরুজ্জামান।

খাশিয়াল ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মোসাম্মাৎ হালিমা বেগম, স্বতন্ত্র ফরিদ আহম্মেদ শিকদার, কমিউনিস্ট পার্টির বিএম বরকত উল্লাহ ও ইসলামি আন্দোলনের সজীব শেখ।

মাউলি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের রোজি হক, স্বতন্ত্র মো. ফিরোজ খান, আবুল কাশেম, বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান এস, কে সাজ্জাদ হোসেন, ইসলামি আন্দোলনের মো. একলাছ উদ্দীন।

সালামাবাদ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মো. শামীম আহম্মেদ, স্বতন্ত্র কামাল হোসেন, মোল্লা মাহাবুর রহমান, ইসলামি আন্দোলনের এস, এম মাহাবুবুর রহমান।

ইলিয়াছাবাদ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মো. ফিরোজ মল্লিক, স্বতন্ত্র মল্লিক মনিরুল ইসলাম, ইসলামি আন্দোলনের এস, এম মাহাবুবুর রহমান।

হামিদপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের পলি বেগম, স্বতন্ত্র গোলাম মোহম্মদ, উজ্জ্বল মোল্লা, ইসলামি আন্দোলনে মিকাইল হোসেন।

চাচুড়ি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মে. সিরাজুল ইসলাম, স্বতন্ত্র মো. হায়দার আলী, তোরুত মোল্লা, মেলজার হোসেন, ইসশামী আন্দোলনের আলী হুসাইন।

পুরুলিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের এস এম হারুনার রশিদ , স্বতন্ত্র আমিরুল ইসলাম, আবুবকর ছিদ্দিক মোল্লা।

বাবরাহাচলা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের তারা মিয়া সরদার, স্বতন্ত্র মোজাম্মেল হোসেন, ও আতাউর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত