নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের (জিপি) ২৫ বছর পূর্তি আজ। ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশে কার্যক্রম শুরু করে বহুজাতিক কোম্পানি টেলিনরের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি। গ্রাহকসংখ্যা, রাজস্ব আয় ও মুনাফার দিক দিয়ে বর্তমানে দেশে কার্যক্রমে চালিয়ে যাওয়া চারটি মোবাইল ফোন অপারেটরের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে গ্রামীণফোন।
এখন গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৮ কোটি ৩০ লাখের বেশি। কর প্রদানের দিক থেকে গ্রামীণফোন বাংলাদেশে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। দীর্ঘদিন ধরে জিপি দেশের সেরা করদাতা।
গ্রামীণফোনের শেয়ারের ৫৫ দশমিক ৮০ শতাংশের মালিকানা নরওয়ের রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি টেলিনরের হাতে। এ ছাড়া ৩৪ দশমিক ২০ শতাংশ শেয়ারের মালিক বাংলাদেশের গ্রামীণ টেলিকম। এর বাইরে গ্রামীণফোনের কর্মী ও সাধারণ মানুষের হাতেও প্রতিষ্ঠানটির শেয়ার রয়েছে।
দেশে মোবাইল ফোন-সংক্রান্ত সব ধরনের সেবা প্রদান করে থাকে গ্রামীণ। +৮৮০১৭ এবং +৮৮০১৩ দুটি নম্বর ক্রমিকে সেবা দিয়ে আসা অপারেটরটির সেবার মধ্যে রয়েছে এসএমএস, ভয়েস এসএমএস, পুশ-পুল সার্ভিস, ভিএমএস এবং ইন্টারনেট পরিষেবা, ওয়েলকাম টিউন, রিং ব্যাক টোন, মিসড কল অ্যালার্ট, কল ব্লক প্রভৃতি। বর্তমানে সব সেবাতে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) ও চতুর্থ প্রজন্মের (ফোরজি) ইন্টারনেট (তারবিহীন ব্রডব্যান্ড) সেবা সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া চলতি বছরে ‘পরিবেশবান্ধব ডিজিটাল সিমের এখনই সময়’ স্লোগানে জিপি বাংলাদেশে প্রথমবারের মতো গ্রাহকদের জন্য এমবেডেড-সিম (ই-সিম) নিয়ে আসে।
জিপির অন্যান্য সেবার মধ্যে রয়েছে ‘বায়োস্কোপ’ নামে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যা দর্শকদের সরাসরি টিভি দেখা এবং বিশেষ ভিডিও প্রদান করে। ২০১৬ সালের সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন হিসেবে এটি কার্যক্রম চালু করে। এই পরিষেবাটি দর্শকদের বিনা মূল্যে বিজ্ঞাপন, ৪০টির বেশি স্থানীয় এবং আন্তর্জাতিক টিভি চ্যানেল, চলচ্চিত্র, ভিডিও, সরাসরি খেলা দেখা এবং অন্যান্য ভিডিও কনটেন্ট প্রদান করে।
গ্রাহকদের সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কারও পেয়েছে গ্রামীণফোন। এর মধ্যে জাতীয় আইসিটি পুরস্কার, বেসিস আয়োজিত ‘বায়োস্কোপ’ সার্ভিসের জন্য সেরা ডিজিটাল বিনোদন পণ্যের পুরস্কার উল্লেখযোগ্য।
দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের (জিপি) ২৫ বছর পূর্তি আজ। ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশে কার্যক্রম শুরু করে বহুজাতিক কোম্পানি টেলিনরের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি। গ্রাহকসংখ্যা, রাজস্ব আয় ও মুনাফার দিক দিয়ে বর্তমানে দেশে কার্যক্রমে চালিয়ে যাওয়া চারটি মোবাইল ফোন অপারেটরের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে গ্রামীণফোন।
এখন গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৮ কোটি ৩০ লাখের বেশি। কর প্রদানের দিক থেকে গ্রামীণফোন বাংলাদেশে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। দীর্ঘদিন ধরে জিপি দেশের সেরা করদাতা।
গ্রামীণফোনের শেয়ারের ৫৫ দশমিক ৮০ শতাংশের মালিকানা নরওয়ের রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি টেলিনরের হাতে। এ ছাড়া ৩৪ দশমিক ২০ শতাংশ শেয়ারের মালিক বাংলাদেশের গ্রামীণ টেলিকম। এর বাইরে গ্রামীণফোনের কর্মী ও সাধারণ মানুষের হাতেও প্রতিষ্ঠানটির শেয়ার রয়েছে।
দেশে মোবাইল ফোন-সংক্রান্ত সব ধরনের সেবা প্রদান করে থাকে গ্রামীণ। +৮৮০১৭ এবং +৮৮০১৩ দুটি নম্বর ক্রমিকে সেবা দিয়ে আসা অপারেটরটির সেবার মধ্যে রয়েছে এসএমএস, ভয়েস এসএমএস, পুশ-পুল সার্ভিস, ভিএমএস এবং ইন্টারনেট পরিষেবা, ওয়েলকাম টিউন, রিং ব্যাক টোন, মিসড কল অ্যালার্ট, কল ব্লক প্রভৃতি। বর্তমানে সব সেবাতে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) ও চতুর্থ প্রজন্মের (ফোরজি) ইন্টারনেট (তারবিহীন ব্রডব্যান্ড) সেবা সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া চলতি বছরে ‘পরিবেশবান্ধব ডিজিটাল সিমের এখনই সময়’ স্লোগানে জিপি বাংলাদেশে প্রথমবারের মতো গ্রাহকদের জন্য এমবেডেড-সিম (ই-সিম) নিয়ে আসে।
জিপির অন্যান্য সেবার মধ্যে রয়েছে ‘বায়োস্কোপ’ নামে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যা দর্শকদের সরাসরি টিভি দেখা এবং বিশেষ ভিডিও প্রদান করে। ২০১৬ সালের সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন হিসেবে এটি কার্যক্রম চালু করে। এই পরিষেবাটি দর্শকদের বিনা মূল্যে বিজ্ঞাপন, ৪০টির বেশি স্থানীয় এবং আন্তর্জাতিক টিভি চ্যানেল, চলচ্চিত্র, ভিডিও, সরাসরি খেলা দেখা এবং অন্যান্য ভিডিও কনটেন্ট প্রদান করে।
গ্রাহকদের সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কারও পেয়েছে গ্রামীণফোন। এর মধ্যে জাতীয় আইসিটি পুরস্কার, বেসিস আয়োজিত ‘বায়োস্কোপ’ সার্ভিসের জন্য সেরা ডিজিটাল বিনোদন পণ্যের পুরস্কার উল্লেখযোগ্য।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪