Ajker Patrika

‘সাদা সাদা কালা কালা’ গানটি তিন বছর ধরে করেছি

কামরুজ্জামান মিলু
আপডেট : ২০ জুলাই ২০২২, ১০: ৫৮
‘সাদা সাদা কালা কালা’ গানটি তিন বছর ধরে করেছি

মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমার সংগীত করেছেন। সিনেমার গানগুলো কেমন?
‘হাওয়া’ সিনেমায় দুটি গান রয়েছে। দুটি গানই আমার মিউজিক করা। দুটি গানই ফোক ঘরানার। ২৯ জুলাই সিনেমাটি মুক্তি পাবে ।

‘সাদা সাদা কালা কালা’ গানটি নিয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই?
‘সাদা সাদা কালা কালা’ গানটি আমরা তিন বছর ধরে করেছি। গানটির গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। হাশিমের কণ্ঠে গানটি ধারণের ইচ্ছা থাকলেও হয়ে উঠেনি। কণ্ঠ দিয়েছেন আরফান মৃধা। গানটি শুনতে সিম্পল মনে হলেও এই গানের মিউজিক করতে বেশ কষ্ট হয়েছে আমাদের। কারণ যে মিউজিক বাজানো হয়েছে তার একটি যন্ত্র বাদে কোনোটাই পেশাদার বাদ্যযন্ত্র নয়। এগুলো থেকে সুর বের করা অনেক কঠিন। দিনের পর দিন আমরা একটা কলস, থালা-বাসন খোঁজার জন্য দোকানে দোকানে ঘুরেছি। ঘুরে ঘুরে গানের স্কেলের সঙ্গে মেলে এমন কলস বা থালা-বাসন সংগ্রহ করেছি। নৌকার পাটাতন বানিয়েছি। এভাবেই গানের মিউজিক তৈরি হয়েছে। এই গানের কোনো মিউজিকেরই কর্ডের ব্যাকআপ নেই।

আপনার অন্য কাজের ব্যস্ততা কী নিয়ে?
২০১৯ সালে ‘মায়া দ্য লস্ট মাদার’ ও ‘কাঠবিড়ালি’ দিয়ে সিনেমার মিউজিকে যাত্রা শুরু। এরপর ‘রাত জাগা ফুল‌’, ‘মুখোশ‌’, ‘গুণিন‌’, ‘পাপ পুণ্য‌’, ‘পরাণ‌’ ও ‘হাওয়া’ সিনেমার কাজ করলাম। এখন কাজ করছি আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমার সব গানের মিউজিক করছি। দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার একটা গান করছি। 

সংগীত আয়োজন কিংবা সুর—কোন কাজটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
দুটো বিষয়েই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে সুরের চেয়ে সংগীত আয়োজনে বেশি থ্রিল পাই।

আপনার মা-বাবাও তো পেশাদার শিল্পী। তাঁদের সম্পর্কে জানতে চাই।
মা-বাবা দুজনেই মিউজিক করেন। বাবা মতিউর রহমান চৌধুরী অসাধারণ একজন শিল্পী। তিনি নরসিংদী জেলা শাখার নজরুল একাডেমির অধ্যক্ষ। মা হেলেনা চৌধুরী সংগীতের শিক্ষক। এটা কিন্তু আমার ক্যারিয়ারের জন্য প্লাস হয়েছে। মিউজিককে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তাই পরিবার থেকে কোনো চাপ আসেনি।

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলুন?
ভালো কাজ তো বটেই, ব্যতিক্রম আর এক্সপেরিমেন্টাল কিছু কাজ করতে চাই। গান নিয়ে আরও পরিশ্রম করতে চাই, আরও এক্সপেরিমেন্ট করতে চাই।

মিউজিকে আপনার আইডল কে?
দেশে-বিদেশের অনেকেই আমার আইডল। তবে যাঁদের মিউজিক আমাকে ইন্সপায়ার করে, তাঁদের ভক্ত আমি। যেকোনো ভালো মিউজিক আমাকে যেকোনো সময় ইন্সপায়ার করে। সিনিয়র-জুনিয়র অনেকের কাজ আমার ভালো লাগে। আমার কাছে আইডলের চেয়ে ইন্সপায়ারিং মুডটা বেশি গ্রহণযোগ্য মনে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...