Ajker Patrika

বীজ আলুর দাম বেড়ে দ্বিগুণ, সংকট সারেরও

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১২: ২১
বীজ আলুর দাম বেড়ে দ্বিগুণ, সংকট সারেরও

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে কয়েক দিনের বর্ষণে তলিয়ে যায় আলুখেত। রোপণ করা অনেক বীজ আলু নষ্ট হয়ে গেছে। রোপণের জন্য প্রস্তুত জমিতে আবার কাজ করতে হচ্ছে। নতুন করে চাহিদা বাড়ায় বীজ আলুর দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। দেখা দিয়েছে সারসংকট।

জানা যায়, জেলার টঙ্গিবাড়ী উপজেলায় ৯ হাজার ৯০০ হেক্টর জমিতে বীজ আলু রোপণের লক্ষ্যমাত্রা ছিল। সেখানে প্রয়োজন হয় ১৭ হাজার ১১৭ টন বীজ আলুর। অধিকাংশ জমিতেই আলু রোপণ হলেও বৃষ্টির পানিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ৪০০ হেক্টর জমির বীজ আলু। ৪ ডিসেম্বর বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বেড়ে গেছে বীজ আলু আর সারের দাম। ৫০ কেজি ওজনের হল্যান্ড থেকে আমদানি করা উন্নতমানের বীজ বৃষ্টির আগে ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা দরে বিক্রি হলেও বৃষ্টির পর তা এখন ১২ হাজার থেকে ১২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিকেজি বিএডিসি আলু ২৪ টাকা ৫০ পয়সায় বিক্রি হলেও তা এখন বাজারে পাওয়া যাচ্ছে না। বিক্রি করার মতো বিএডিসির আলু আর নেই।

নতুন করে সারের প্রয়োজন হওয়ায় বিক্রেতারাও ইতিমধ্যে দাম বাড়িয়ে দিয়েছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, চাহিদা বৃদ্ধি পাওয়ায় সঙ্গে সঙ্গে অসাধু বীজ ও সার বিক্রেতারা নেই বলে কারসাজি করে দাম বাড়িয়েছে। তবে দাম বেশি হলেও পাওয়া যাচ্ছে। টঙ্গিবাড়ীর সার বিক্রেতা আবুল হোসেন শেখ বলেন, প্রয়োজনের তুলনায় সারের প্রাপ্যতা অনেক কম। আবার নতুন করে যোগ হয়েছে বৃষ্টির কারণে অতিরিক্ত সার ও বীজ আলুর। আমরা জেলা প্রশাসক বরাবর চাহিদার বিষয়েও জানিয়েছি। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সবুজ চৌধুরী বলেন, হঠাৎ বৃষ্টিতে আলু জমির ক্ষতি হয়েছে। প্রয়োজন হয়ে পড়েছে সার ও বীজ আলুর। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

ত্রিভুজ প্রেম থেকে মুক্তি পেতেই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে ছাত্রী: পুলিশ

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সাপ্লাই চেইন বিভাগে চাকরির সুযোগ

যুগান্তকারী উদ্ভাবন: চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

এলাকার খবর
Loading...