এম এস রানা ও মীর রাকিব হাসান
করোনা সংক্রমণের হার বাড়ছে। আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, এ পর্যন্ত করোনার যত ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তার মধ্যে ওমিক্রনের সংক্রমণের হার তুলনায় বেশি। বাংলাদেশেও ওমিক্রনের সংক্রমণের খবর পাওয়া গেছে। যদিও ওমিক্রন সংক্রমণের ব্যাপকতা শুরু হয়নি। তবে সার্বিকভাবে করোনার সংক্রমণ বাড়ছে। আক্রান্ত হচ্ছেন তারকারা। সরকারি নির্দেশনা জারি হচ্ছে। পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির তারিখ। আবারও অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে পুরো চলচ্চিত্রশিল্প।
পিছিয়ে গেল ছবি মুক্তি
৪ জানুয়ারি নতুন এই ভ্যারিয়েন্টটি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর দেশব্যাপী ১৫টি নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার ৫ নম্বরে বলা হয়েছে, সিনেমা হলে অর্ধেক বা কমসংখ্যক দর্শক ছবি দেখতে পারবে। এমন পরিস্থিতিতে হলে ছবি মুক্তি নিয়ে সংশয়ে পড়েছেন প্রযোজক ও নির্মাতারা।
বছর শেষ হওয়ার আগেই ঘোষণা হয়ে গিয়েছিল নতুন বছরের প্রথম ছবি হিসেবে ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘শান’। দুই দিন আগে সংবাদ সম্মেলন করে আবারও নিশ্চিত করা হয় ছবি মুক্তির বিষয়টি। কিন্তু সংবাদ সম্মেলনের ২৪ ঘণ্টা না পেরোতেই ঘোষণা দেওয়া হয় মুক্তি পেছাচ্ছে বড় বাজেটের এই ছবির। ছবির প্রযোজক আজাদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। সীমিত পরিসরে চলাফেরার সরকারি নির্দেশনা এসেছে। এমন পরিস্থিতিতে বড় বাজেটের এই ছবিটি মুক্তি দেওয়া সমীচীন মনে করছি না।’
পরিচালক এম রাহিম বলেন, ‘আমরা মনে করি “শান” কেবল একটি সিনেমা নয়। এটি দর্শকদের হলে ফিরিয়ে আনার, বাংলাদেশ পুলিশের সাহসিকতা প্রদর্শন করার ও আপামর বাংলার জনগণকে বিনোদন দেওয়ার জন্য প্রচণ্ড ভালোবাসা, ত্যাগ ও চেষ্টা নিয়ে তৈরি করা একটি স্বপ্ন। তাই ছবিটি ব্যাপক প্রচারণার মাধ্যমে সারা দেশে মুক্তি দেওয়ার ব্যাপারে যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু, বর্তমান বাস্তবতায় আমরা চাই না দর্শককে কোভিডের আতঙ্কের মধ্যে হলমুখী করতে।’
২১ জানুয়ারি ‘মুখোশ’ ছবির মুক্তির কথা আছে। করোনা পরিস্থিতিতে এই ছবির মুক্তিও পেছাতে পারে বলে জানিয়েছেন পরিচালক ইফতেখার শুভ। তিনি বলেন, ‘সরকারি কড়াকড়ি নির্দেশনা এলে আমরাও ছবি মুক্তির ঝুঁকি নিতে পারি না। যদি করোনা সংক্রমণ বেড়ে যায়, তাহলে মুক্তি পিছিয়ে যাবে।’
আগামী ৪ ফেব্রুয়ারি ‘পাপ পুণ্য’ ও ‘তালাশ’ নামে দুটি ছবির মুক্তির শিডিউল আছে। ১৪ ফেব্রুয়ারি রায়হান রাফির ‘পরাণ’ ও ২৬ মার্চ ‘দামাল’ ছবি মুক্তিরও ঘোষণা দেওয়া হয়েছে। এসব ছবির নির্মাতারাও অনিশ্চয়তার কথা জানালেন ছবি মুক্তির ব্যাপারে। তাঁরা জানালেন, যদি আগামী সপ্তাহে মার্কেট, সিনেমা হলের ওপর সরকারি নির্দেশনা বা নিষেধাজ্ঞা আসে, তাহলে ছবিগুলোর মুক্তির তারিখ পেছাতে পারে। মুক্তির আগে এসব ছবি নিয়ে প্রচারণাও শুরু করেছিলেন নির্মাতা ও প্রযোজকেরা। আপাতত প্রচারণাও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
আক্রান্ত তারকারা
এরই মধ্যে বেশ কয়েকজন তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকেই নিজ বাড়িতে আইসোলেশনে থাকলেও কাউকে কাউকে হাসপাতালের আইসিইউ পর্যন্ত যেতে হয়েছে। ফলে তারকারাও আতঙ্কিত হয়ে পড়ছেন করোনার নতুন সংক্রমণ নিয়ে।
করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। শেষ খবর পাওয়া পর্যন্ত অক্সিজেন সাপোর্ট লাগলেও এখন আর লাইফ সপোর্ট লাগছে না হাসান আরিফের।
করোনায় আক্রান্ত হয়ে ২৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন অভিনেতা ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। অবস্থার অবনতি ঘটলে তাঁকেও আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। বর্তমানে তাঁর অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানিয়েছেন তাঁর ছেলে মাশরুর পারভেজ।
করোনায় আক্রান্ত হয়ে ২৭ ডিসেম্বর মারা গেছেন চলচ্চিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খানের মা শাহিদা হক।
অস্ট্রেলিয়াপ্রবাসী চিত্রনায়িকা শাবনূর করোনায় আক্রান্ত হয়ে সিডনির একটি হাসপাতালে ভর্তি হন ২৯ ডিসেম্বর। তাঁর ছেলে আইজানও করোনায় আক্রান্ত হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে অনেক দিন হাসপাতালে থেকে বাড়ি ফিরেছিলেন পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ। ৪ জানুয়ারি দিবাগত রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয় তাঁকে। তাঁর হার্টে ব্লক ধরা পড়লে তিনটি রিং পরানো হয়। এখন তাঁকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।
৫ জানুয়ারি নিজের ফেসবুক প্রোফাইলে তারিন জানিয়েছেন তিনি এবং তাঁর মা দুজনেই করোনায় আক্রান্ত। দুজনেই এখন বাসায় আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের নির্দেশনা মেনে চলছেন।
গায়ক ও অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা তেহরীম খানও করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে মায়ের সঙ্গে কলকাতায় রয়েছে আইরা।
সব মিলিয়ে চলচ্চিত্র অঙ্গনে আবারও থমথমে ভাব বিরাজ করছে। সবাই পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি কোন দিকে যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, করোনা পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, আবারও যদি নিষেধাজ্ঞা আসে, তবে সেই সংকট কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়বে। ব্যাপক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের চলচ্চিত্র। বন্ধ হয়ে যাবে আরও সিনেমা হল। বিকল্প পেশাও বেছে নিতে পারেন অনেকেই।
করোনা সংক্রমণের হার বাড়ছে। আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, এ পর্যন্ত করোনার যত ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তার মধ্যে ওমিক্রনের সংক্রমণের হার তুলনায় বেশি। বাংলাদেশেও ওমিক্রনের সংক্রমণের খবর পাওয়া গেছে। যদিও ওমিক্রন সংক্রমণের ব্যাপকতা শুরু হয়নি। তবে সার্বিকভাবে করোনার সংক্রমণ বাড়ছে। আক্রান্ত হচ্ছেন তারকারা। সরকারি নির্দেশনা জারি হচ্ছে। পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির তারিখ। আবারও অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে পুরো চলচ্চিত্রশিল্প।
পিছিয়ে গেল ছবি মুক্তি
৪ জানুয়ারি নতুন এই ভ্যারিয়েন্টটি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর দেশব্যাপী ১৫টি নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার ৫ নম্বরে বলা হয়েছে, সিনেমা হলে অর্ধেক বা কমসংখ্যক দর্শক ছবি দেখতে পারবে। এমন পরিস্থিতিতে হলে ছবি মুক্তি নিয়ে সংশয়ে পড়েছেন প্রযোজক ও নির্মাতারা।
বছর শেষ হওয়ার আগেই ঘোষণা হয়ে গিয়েছিল নতুন বছরের প্রথম ছবি হিসেবে ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘শান’। দুই দিন আগে সংবাদ সম্মেলন করে আবারও নিশ্চিত করা হয় ছবি মুক্তির বিষয়টি। কিন্তু সংবাদ সম্মেলনের ২৪ ঘণ্টা না পেরোতেই ঘোষণা দেওয়া হয় মুক্তি পেছাচ্ছে বড় বাজেটের এই ছবির। ছবির প্রযোজক আজাদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। সীমিত পরিসরে চলাফেরার সরকারি নির্দেশনা এসেছে। এমন পরিস্থিতিতে বড় বাজেটের এই ছবিটি মুক্তি দেওয়া সমীচীন মনে করছি না।’
পরিচালক এম রাহিম বলেন, ‘আমরা মনে করি “শান” কেবল একটি সিনেমা নয়। এটি দর্শকদের হলে ফিরিয়ে আনার, বাংলাদেশ পুলিশের সাহসিকতা প্রদর্শন করার ও আপামর বাংলার জনগণকে বিনোদন দেওয়ার জন্য প্রচণ্ড ভালোবাসা, ত্যাগ ও চেষ্টা নিয়ে তৈরি করা একটি স্বপ্ন। তাই ছবিটি ব্যাপক প্রচারণার মাধ্যমে সারা দেশে মুক্তি দেওয়ার ব্যাপারে যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু, বর্তমান বাস্তবতায় আমরা চাই না দর্শককে কোভিডের আতঙ্কের মধ্যে হলমুখী করতে।’
২১ জানুয়ারি ‘মুখোশ’ ছবির মুক্তির কথা আছে। করোনা পরিস্থিতিতে এই ছবির মুক্তিও পেছাতে পারে বলে জানিয়েছেন পরিচালক ইফতেখার শুভ। তিনি বলেন, ‘সরকারি কড়াকড়ি নির্দেশনা এলে আমরাও ছবি মুক্তির ঝুঁকি নিতে পারি না। যদি করোনা সংক্রমণ বেড়ে যায়, তাহলে মুক্তি পিছিয়ে যাবে।’
আগামী ৪ ফেব্রুয়ারি ‘পাপ পুণ্য’ ও ‘তালাশ’ নামে দুটি ছবির মুক্তির শিডিউল আছে। ১৪ ফেব্রুয়ারি রায়হান রাফির ‘পরাণ’ ও ২৬ মার্চ ‘দামাল’ ছবি মুক্তিরও ঘোষণা দেওয়া হয়েছে। এসব ছবির নির্মাতারাও অনিশ্চয়তার কথা জানালেন ছবি মুক্তির ব্যাপারে। তাঁরা জানালেন, যদি আগামী সপ্তাহে মার্কেট, সিনেমা হলের ওপর সরকারি নির্দেশনা বা নিষেধাজ্ঞা আসে, তাহলে ছবিগুলোর মুক্তির তারিখ পেছাতে পারে। মুক্তির আগে এসব ছবি নিয়ে প্রচারণাও শুরু করেছিলেন নির্মাতা ও প্রযোজকেরা। আপাতত প্রচারণাও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
আক্রান্ত তারকারা
এরই মধ্যে বেশ কয়েকজন তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকেই নিজ বাড়িতে আইসোলেশনে থাকলেও কাউকে কাউকে হাসপাতালের আইসিইউ পর্যন্ত যেতে হয়েছে। ফলে তারকারাও আতঙ্কিত হয়ে পড়ছেন করোনার নতুন সংক্রমণ নিয়ে।
করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। শেষ খবর পাওয়া পর্যন্ত অক্সিজেন সাপোর্ট লাগলেও এখন আর লাইফ সপোর্ট লাগছে না হাসান আরিফের।
করোনায় আক্রান্ত হয়ে ২৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন অভিনেতা ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। অবস্থার অবনতি ঘটলে তাঁকেও আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। বর্তমানে তাঁর অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানিয়েছেন তাঁর ছেলে মাশরুর পারভেজ।
করোনায় আক্রান্ত হয়ে ২৭ ডিসেম্বর মারা গেছেন চলচ্চিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খানের মা শাহিদা হক।
অস্ট্রেলিয়াপ্রবাসী চিত্রনায়িকা শাবনূর করোনায় আক্রান্ত হয়ে সিডনির একটি হাসপাতালে ভর্তি হন ২৯ ডিসেম্বর। তাঁর ছেলে আইজানও করোনায় আক্রান্ত হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে অনেক দিন হাসপাতালে থেকে বাড়ি ফিরেছিলেন পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ। ৪ জানুয়ারি দিবাগত রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয় তাঁকে। তাঁর হার্টে ব্লক ধরা পড়লে তিনটি রিং পরানো হয়। এখন তাঁকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।
৫ জানুয়ারি নিজের ফেসবুক প্রোফাইলে তারিন জানিয়েছেন তিনি এবং তাঁর মা দুজনেই করোনায় আক্রান্ত। দুজনেই এখন বাসায় আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের নির্দেশনা মেনে চলছেন।
গায়ক ও অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা তেহরীম খানও করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে মায়ের সঙ্গে কলকাতায় রয়েছে আইরা।
সব মিলিয়ে চলচ্চিত্র অঙ্গনে আবারও থমথমে ভাব বিরাজ করছে। সবাই পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি কোন দিকে যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, করোনা পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, আবারও যদি নিষেধাজ্ঞা আসে, তবে সেই সংকট কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়বে। ব্যাপক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের চলচ্চিত্র। বন্ধ হয়ে যাবে আরও সিনেমা হল। বিকল্প পেশাও বেছে নিতে পারেন অনেকেই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪