Ajker Patrika

আজ থেকে ‘আমি বীরাঙ্গনা বলছি’

আজ থেকে ‘আমি বীরাঙ্গনা বলছি’

নীলিমা ইব্রাহিমের লেখা ‘আমি বীরাঙ্গনা বলছি’ অবলম্বনে মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেক্টিভ। বইয়ের নামে নাম রাখা নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। এটি নাট্যদলটির চতুর্থ প্রযোজনা।

আজ রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে বিকেল ৪টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। উদ্বোধনী প্রদর্শনী পর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী।

একই মঞ্চে টানা ১৫ দিনে ২১টি প্রদর্শনী করবে নাট্যদলটি। ১৭ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টা, ১৮ থেকে ২২ জুন সন্ধ্যা ৭টা, ২৩ ও ২৪ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টা, ২৫ থেকে ২৭ জুন সন্ধ্যা ৭টায় নিয়মিত প্রদর্শনী হবে ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের। এ ছাড়া ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টায়, ২৯ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এবং ৩০ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে ঈদের বিশেষ প্রদর্শনী।

ইতিমধ্যে নাটকটির প্রথম দিনের দুটি প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে গেছে। এ ছাড়া ২২, ২৩ ও ২৪ জুনের সন্ধ্যাকালীন প্রদর্শনীর টিকিটও শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

নাটকে অভিনয় করেছেন বুড়ী আলী, শ্রাবনী ফেরদৌস, আরমীন মূসা, মহসিনা আক্তার, শারমিন আক্তার শর্মী, মো. সোহেল রানা, সরওয়ার জাহান উপল, সিফাত নওরীল বহ্নি, জৌপারী লুসাই, রিয়াসাত সালেকিন ঋত্বিক ও উম্মে আইমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত