Ajker Patrika

কমলনগরে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় আহত ২০

লক্ষ্মীপুর ও কমলনগর প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ৩৮
কমলনগরে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় আহত ২০

লক্ষ্মীপুরের কমলনগরে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কের পাশের ফুটপাতে দাঁড়িয়ে থাকা অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রীও রয়েছে। বাসের ধাক্কায় অটোরিকশা ও প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের তোরাবগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন মো. কাউছার (৩৫), মো. ফারুক (২৫), মো. রাজু (১০), মো. মানিক (৩৫), জাহিদুল ইসলাম নিহাদ ও সিএনজিচালিত অটোরিকশাচালক মো. গফুর।

আহতদের মধ্যে গুরুতর একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া দুজনকে জেলা সদর হাসপাতালে এবং পাঁচজনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা রামগতিগামী আজাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তোরাবগঞ্জ বাজারে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। গাড়িটি ফুটপাতে দুটি দোকানে ঢুকে পড়ে। পরে রাস্তার পাশে থাকা একটি প্রাইভেট কার ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়।

বাসের ধাক্কায় তোরাবগঞ্জ বাজারে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকার ও অটোরিকশার অন্তত ১০ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বাজারের ব্যবসায়ী ও পথচারীও রয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

পরে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত