শাপলা খন্দকার, বগুড়া
দৈর্ঘ্য প্রায় চার ফুট আর প্রস্থ তিন ফুট। এ আকৃতির যান চলছে একটিমাত্র হেডলাইটে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা হলে এই তথ্য জানা গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, হেডলাইটের ধরন দেখে দূর থেকে মোটরসাইকেল মনে হলেও একটু কাছে এলেই দেখা যায় গাড়িগুলো সিএনজিচালিত অটোরিকশা অথবা ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক)। ফলে মুহূর্তেই সাইড নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন সাইকেল, ভ্যান, রিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানের চালকেরা। ইজিবাইকের কিছুটা আলোয় ভিন্নতা থাকলেও অটোরিকশা আর মোটরসাইকেলের আলো একদম একই রকম। গতিবেগও প্রায় সমান।
পাশাপাশি দূর থেকে তীক্ষ্ণ লাইটে চোখে ধাঁধা লাগে চালকদের। এতে রাস্তার কিনার বুঝতে না পেরে খাদে পড়ে যান বাইকারসহ বিভিন্ন যানের চালকেরা।
বগুড়ার শহরতলী ও গ্রামাঞ্চলগুলোতে ঘটছে এমন ঘটনা। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও এতে টনক নড়ছে না সিএনজি-অটোরিকশার মালিক ও চালকদের।
গত শনিবার রাত ৯টার দিকে বগুড়ার মাটিডালি-পীরগাছা সড়কে মোটরসাইকেলে পীরগাছা যাচ্ছিলেন বিপ্লব হোসেন নামের এক তরুণ। রাতে রাস্তা ফাঁকা থাকায় জোরে চালাচ্ছিলেন বাইক। পথে শেখেরকোলা এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি যানবাহনের হেডলাইটের আলো দেখে মোটরসাইকেল মনে করে তিনি সাইড নিচ্ছিলেন। কিন্তু কাছে আসতেই দেখেন সেটি সিএনজিচালিত অটোরিকশা।
রাসেল বলেন, ‘সিএনজি দেখে তৎক্ষণাৎ আরও বেশি রাস্তা ছেড়ে দিয়ে সাইড নিতে গিয়ে সিএনজির সঙ্গে ধাক্কা লেগে বাইকসহ পাশের ধানের জমিতে পড়ে যাই।’
সম্প্রতি একই ঘটনা ঘটেছে সদরের পাঁচবাড়িয়া গ্রামের আনসার মন্ডল নামের এক ভ্যানচালকের সঙ্গে। তিনি বলেন, ‘মোটরসাইকেলের মতোই একই হেডলাইট নিয়ে চলে সিএনজিগুলো। আমি বুঝতে না পেরে হঠাৎ করে সাইড নিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যায় আমার ভ্যানের। সিএনজিও ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে কাত হয়ে যায়।’
সদরের শাখারিয়া ইউপি ৩ নম্বর ওয়ার্ড সদস্য বিলজার রহমান বলেন, ‘সিএনজি, ইজিবাইক আর মোটরসাইকেলের হেডলাইটগুলো একই রকম। সাইজে ভিন্ন গাড়িগুলোর লাইটিং ব্যবস্থা অবশ্যই আলাদা হতে হবে। তা না হলে বিভ্রান্তিতে দুর্ঘটনা ঘটতেই থাকবে। তিন ফুট একটা গাড়িতে একটা হেডলাইট জ্বালালে তো চলবে না। সিএনজি মালিকদের সবগুলো লাইট সচল রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে। দুঃখের বিষয় কয়েক বছর ধরেই দেখছি সিএনজিগুলো এভাবেই চলছে।’
জানা গেছে, বগুড়া শহরে রেজিস্ট্রেশন করা সিএনজিচালিত অটোরিকশা রয়েছে সাড়ে ৭ হাজার। রেজিস্ট্রেশনবিহীন চলে আরও ৯ হাজার। এ ছাড়া ইজিবাইক চলে প্রায় ৩০ হাজারের মতো। এসব গাড়ির চালকেরা যেমন অদক্ষ, অপ্রশিক্ষিত, তেমনি গাড়িগুলোও ফিটনেসবিহীন।
সিএনজি-অটোরিকশাগুলোর মাঝখানে একটি হেডলাইটের পাশাপাশি দুই ধারে আরও দুটি ছোট লাইট থাকলেও বেশির ভাগ গাড়ির দুপাশের লাইট থাকে নষ্ট। শতকরা ৬০ ভাগ গাড়িতেই দুপাশের লাইট বন্ধ থাকতে দেখা যায়।
জানতে চাইলে গাড়ির মালিকেরা দেন চালকের দোষ। আর চালকেরা বলেন তিন লাইট অপ্রয়োজনীয়। তাঁদের কাছে পথ দেখা গেলেই আর কোনো সমস্যা নেই।
মাটিডালি-পীরগাছা রুটের এক সিএনজি অটোরিকশার মালিক আব্দুল বাসেদ বলেন, ‘দুপাশের হেডলাইট নষ্ট হয় অনেক সময়। চালকেরা আমাদের অনেক সময় জানায় না। জানালে সঙ্গে সঙ্গে ঠিক করে দিই।’
অটোরিকশাচালক মোকলেছুর রহমান বলেন, ‘একটা হেডলাইটেই রাস্তা পুরো পরিষ্কার দেখা যায়। পাশের দুটা লাইট দিয়ে তো রাস্তা দেখা যায় না। ওটা শুধু ডিম লাইটের মতো জ্বলে।’
ইজিবাইকচালক টুনু ফকির বলেন, ‘ইজিবাইকের সিস্টেমই তো এমন। একটাই হেডলাইট।’
বগুড়া জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) রফিকুল ইসলাম সরকার বলেন, ‘ইজিবাইকের পৌরসভার অনুমোদন নেই। মানবিক কারণে তাঁদের চলাচলের অনুমতি দিলেও শহরের মধ্যে নির্দিষ্ট কিছু রাস্তায় আমরা তাঁদের ঢুকতেই দিই না। আর সিএনজি-অটোরিকশার হেডলাইট না থাকাসহ যেকোনো ত্রুটিপূর্ণ গাড়িগুলোকে আমরা নিয়মিত জরিমানা করছি। গাড়ি ও চালকের লাইসেন্স না থাকলে মামলা দিচ্ছি।’
দৈর্ঘ্য প্রায় চার ফুট আর প্রস্থ তিন ফুট। এ আকৃতির যান চলছে একটিমাত্র হেডলাইটে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা হলে এই তথ্য জানা গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, হেডলাইটের ধরন দেখে দূর থেকে মোটরসাইকেল মনে হলেও একটু কাছে এলেই দেখা যায় গাড়িগুলো সিএনজিচালিত অটোরিকশা অথবা ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক)। ফলে মুহূর্তেই সাইড নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন সাইকেল, ভ্যান, রিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানের চালকেরা। ইজিবাইকের কিছুটা আলোয় ভিন্নতা থাকলেও অটোরিকশা আর মোটরসাইকেলের আলো একদম একই রকম। গতিবেগও প্রায় সমান।
পাশাপাশি দূর থেকে তীক্ষ্ণ লাইটে চোখে ধাঁধা লাগে চালকদের। এতে রাস্তার কিনার বুঝতে না পেরে খাদে পড়ে যান বাইকারসহ বিভিন্ন যানের চালকেরা।
বগুড়ার শহরতলী ও গ্রামাঞ্চলগুলোতে ঘটছে এমন ঘটনা। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও এতে টনক নড়ছে না সিএনজি-অটোরিকশার মালিক ও চালকদের।
গত শনিবার রাত ৯টার দিকে বগুড়ার মাটিডালি-পীরগাছা সড়কে মোটরসাইকেলে পীরগাছা যাচ্ছিলেন বিপ্লব হোসেন নামের এক তরুণ। রাতে রাস্তা ফাঁকা থাকায় জোরে চালাচ্ছিলেন বাইক। পথে শেখেরকোলা এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি যানবাহনের হেডলাইটের আলো দেখে মোটরসাইকেল মনে করে তিনি সাইড নিচ্ছিলেন। কিন্তু কাছে আসতেই দেখেন সেটি সিএনজিচালিত অটোরিকশা।
রাসেল বলেন, ‘সিএনজি দেখে তৎক্ষণাৎ আরও বেশি রাস্তা ছেড়ে দিয়ে সাইড নিতে গিয়ে সিএনজির সঙ্গে ধাক্কা লেগে বাইকসহ পাশের ধানের জমিতে পড়ে যাই।’
সম্প্রতি একই ঘটনা ঘটেছে সদরের পাঁচবাড়িয়া গ্রামের আনসার মন্ডল নামের এক ভ্যানচালকের সঙ্গে। তিনি বলেন, ‘মোটরসাইকেলের মতোই একই হেডলাইট নিয়ে চলে সিএনজিগুলো। আমি বুঝতে না পেরে হঠাৎ করে সাইড নিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যায় আমার ভ্যানের। সিএনজিও ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে কাত হয়ে যায়।’
সদরের শাখারিয়া ইউপি ৩ নম্বর ওয়ার্ড সদস্য বিলজার রহমান বলেন, ‘সিএনজি, ইজিবাইক আর মোটরসাইকেলের হেডলাইটগুলো একই রকম। সাইজে ভিন্ন গাড়িগুলোর লাইটিং ব্যবস্থা অবশ্যই আলাদা হতে হবে। তা না হলে বিভ্রান্তিতে দুর্ঘটনা ঘটতেই থাকবে। তিন ফুট একটা গাড়িতে একটা হেডলাইট জ্বালালে তো চলবে না। সিএনজি মালিকদের সবগুলো লাইট সচল রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে। দুঃখের বিষয় কয়েক বছর ধরেই দেখছি সিএনজিগুলো এভাবেই চলছে।’
জানা গেছে, বগুড়া শহরে রেজিস্ট্রেশন করা সিএনজিচালিত অটোরিকশা রয়েছে সাড়ে ৭ হাজার। রেজিস্ট্রেশনবিহীন চলে আরও ৯ হাজার। এ ছাড়া ইজিবাইক চলে প্রায় ৩০ হাজারের মতো। এসব গাড়ির চালকেরা যেমন অদক্ষ, অপ্রশিক্ষিত, তেমনি গাড়িগুলোও ফিটনেসবিহীন।
সিএনজি-অটোরিকশাগুলোর মাঝখানে একটি হেডলাইটের পাশাপাশি দুই ধারে আরও দুটি ছোট লাইট থাকলেও বেশির ভাগ গাড়ির দুপাশের লাইট থাকে নষ্ট। শতকরা ৬০ ভাগ গাড়িতেই দুপাশের লাইট বন্ধ থাকতে দেখা যায়।
জানতে চাইলে গাড়ির মালিকেরা দেন চালকের দোষ। আর চালকেরা বলেন তিন লাইট অপ্রয়োজনীয়। তাঁদের কাছে পথ দেখা গেলেই আর কোনো সমস্যা নেই।
মাটিডালি-পীরগাছা রুটের এক সিএনজি অটোরিকশার মালিক আব্দুল বাসেদ বলেন, ‘দুপাশের হেডলাইট নষ্ট হয় অনেক সময়। চালকেরা আমাদের অনেক সময় জানায় না। জানালে সঙ্গে সঙ্গে ঠিক করে দিই।’
অটোরিকশাচালক মোকলেছুর রহমান বলেন, ‘একটা হেডলাইটেই রাস্তা পুরো পরিষ্কার দেখা যায়। পাশের দুটা লাইট দিয়ে তো রাস্তা দেখা যায় না। ওটা শুধু ডিম লাইটের মতো জ্বলে।’
ইজিবাইকচালক টুনু ফকির বলেন, ‘ইজিবাইকের সিস্টেমই তো এমন। একটাই হেডলাইট।’
বগুড়া জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) রফিকুল ইসলাম সরকার বলেন, ‘ইজিবাইকের পৌরসভার অনুমোদন নেই। মানবিক কারণে তাঁদের চলাচলের অনুমতি দিলেও শহরের মধ্যে নির্দিষ্ট কিছু রাস্তায় আমরা তাঁদের ঢুকতেই দিই না। আর সিএনজি-অটোরিকশার হেডলাইট না থাকাসহ যেকোনো ত্রুটিপূর্ণ গাড়িগুলোকে আমরা নিয়মিত জরিমানা করছি। গাড়ি ও চালকের লাইসেন্স না থাকলে মামলা দিচ্ছি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫