Ajker Patrika

সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের পর ধরা

দেবিদ্বার প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭: ৪২
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের পর ধরা

কুমিল্লার দেবিদ্বারে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দ্বিগুণ মুনাফার কথা বলে দেবিদ্বারের থানার গেট এলাকার বহু মানুষের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে পালিয়ে ছিলেন।

মনিরুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ প্রতারণার অভিযোগে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন একাধিক ভুক্তভোগী। এরই পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল নিশ্চিত করেন দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন ভূঁইয়া।

এদিকে মনিরুল ইসলামকে গ্রেপ্তারের খবর পেয়ে দেবিদ্বার থানায় এসে হাজির হন ১০-১২ জন ভুক্তভোগী। থানার গেট এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম ও শামসুর রহমান জানান, মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী লাকি আক্তার দেবিদ্বার থানার গেট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। বহু মানুষের সঙ্গে এই দম্পতি সখ্য গড়ে তুলতেন। সেনাবাহিনীতে চাকরির পাশাপাশি মনিরুল বিভিন্ন জেলার সেনা দপ্তরে সরকারি রেশন সরবরাহের ব্যবসায় জড়িত বলেও চেনা-পরিচিতদের জানাতেন। এই ব্যবসায় তাঁর দ্বিগুণ মুনাফা হচ্ছে—এমন প্রলোভন দেখিয়ে থানার গেট এলাকার বহু মানুষের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা ও স্বর্ণালংকার নেন। পরে পালিয়ে যান।

অপর ভুক্তভোগী মো. আমির হোসেন আমু বলেন, ‘গুদাম থেকে রেশন কিনে সেনাবাহিনীর বিভিন্ন দপ্তরে তা সরবরাহ করে দ্বিগুণ মুনাফা দেবেন বলে তাঁর (মনিরুল) স্ত্রী লাকি আক্তার আমার কাছ থেকে কয়েক দফায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেন। পরে এক বছর ধরে তিনি পালিয়ে ছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করায় থানায় এসেছি, আমরা আমাদের টাকা ফেরত চাই।’

দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন ভূঁইয়া বলেন, মনিরুল ইসলাম সেনাবাহিনীর সদস্য ছিলেন। সেনাবাহিনীতে থাকতে স্ত্রীর মাধ্যমে বিভিন্ন লোকজনের কাছ থেকে সরকারি রেশন ব্যবসার মাধ্যমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন। পরে যখন টাকা-পয়সা নিয়ে লোকজন আদালতে মামলা করতে শুরু করেন তখন তিনি দ্রুত সেনাবাহিনী থেকে অবসর নিয়ে স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যান।

তাঁকে একজন ‘কৌশলী প্রতারক’ উল্লেখ করে এসআই সোহরাব ভূঁইয়া আরও জানান, আদালত তাঁর বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে মনিরুলকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত