Ajker Patrika

পান চাষে লাভের মুখ দেখছেন চাষিরা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৪: ৫২
পান চাষে লাভের মুখ দেখছেন চাষিরা

সাতক্ষীরার পাটকেলঘাটায় পান চাষে সফলতার মুখ দেখতে শুরু করেছেন পানচাষিরা। দীর্ঘদিন পানের মূল্য কম থাকায় চাষিরা চরম হতাশায় দিন পার করেছিলেন চাষিরা। বর্তমানে বাজারে পানের দাম বেশি পাওয়ায় চাষিরা আশার আলো দেখতে শুরু করেছেন।

জানা গেছে, পাটকেলঘাটায় জলাবদ্ধতার কারণে নিচু জমিতে বিগত কয়েক বছর ধান চাষ করা সম্ভবপর হয়ে ওঠেনি। যে কারণে স্থানীয় চাষিরা বিকল্প ফসল হিসেবে পান চাষে আগ্রহী হয়ে ওঠেন। থানার কুমিরার ইসলামকাটি, খলিশখালি, মাগুরা ইউনিয়নে ভালো পান চাষ হয়ে থাকে। এ সকল পান এলাকার চাহিদা মিটিয়ে ঢাকা, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।

গতকাল কথা হয় কুমিরা গ্রামের পানচাষি বাবলু বিট, গোপাল চন্দ্রের সঙ্গে। তাঁরা বলেন, এক বিঘা জমিতে পান চাষ করতে লক্ষাধিক টাকা খরচ হয়। তাঁর ওপর বিভিন্ন সময় পচন রোগে পানের বরজ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে কৃষি অফিস আমাদের কোনো সাহায্য সহযোগিতা করে না।

পান বিক্রেতা কুমিরার তবিবর রহমান জানান, পান বিক্রি করে আমাদের জীবন-জীবিকা চলে। দীর্ঘদিন পান বেচা বিক্রি ছিল না। বর্তমানে পানের বাজার ভালো তাই লাভ ভালোই হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত