Ajker Patrika

অস্ত্র খাতে অর্থলগ্নি বন্ধ করেছে সুইডিশ প্রতিষ্ঠান

রয়টার্স, অসলো
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ৫৬
অস্ত্র খাতে অর্থলগ্নি বন্ধ করেছে সুইডিশ প্রতিষ্ঠান

নরওয়ের সবচেয়ে বড় পেনশন তহবিল ‘কেএলপি’ বিশ্বের নানা কোম্পানিতে অর্থ বিনিয়োগ করে বা শেয়ার কেনে। কোম্পানিটির অর্থলগ্নির তালিকায় থাকা ১৪টি কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে। অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে যুক্ত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে কেএলপি।

১৪টি প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের ছয়টি, যুক্তরাজ্য এবং ফ্রান্সের দুটি করে এবং ইতালি, চীন, ইসরায়েল ও ভারতের একটি করে প্রতিষ্ঠান রয়েছে।

গতকাল এক বিবৃতিতে কেএলপি জানায়, তদন্তে এসব প্রতিষ্ঠান পারমাণবিক অস্ত্র, গুচ্ছ অস্ত্র এবং অ্যান্টি-পারসোনাল মাইন অস্ত্র তৈরি বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই নৈতিক জায়গা থেকে এসব কোম্পানিতে অর্থলগ্নি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেএলপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত