Ajker Patrika

বাস্তব ঘটনার সিরিজ ৯ এপ্রিল

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ২৯
বাস্তব ঘটনার  সিরিজ  ৯ এপ্রিল

নব্বইয়ের দশকের আলোচিত শারমিন রিমা হত্যাকাণ্ডের ঘটনা অনেকেরই মনে থাকতে পারে। বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছিলেন রিমা। স্বামী মুনির হোসেন ছিলেন বিত্তশালী পরিবারের সন্তান। কিন্তু রিমার সেখানে সুখ জোটেনি। কারণ মুনিরের পরকীয়া। হোসনে আরা খুকু নামে একজনের সঙ্গে ছিল তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক।

হত্যাকাণ্ডে প্ররোচনার অভিযোগে মুনিরের সঙ্গে গ্রেপ্তার হন খুকুও। হত্যাকাণ্ডের চার বছর পর মুনিরের ফাঁসি কার্যকর হয়, ১৯৯৩ সালের ২৭ জুলাই। নব্বইয়ের দশকে শুরুতে এ ঘটনা নিয়ে অনেক কিছু ঘটে গেছে। পত্রপত্রিকায় বিস্তর লেখালেখি হয়েছে, তৈরি হয়েছে গান, পথে-ঘাটে-ট্রেনে-বাসে সেসব গান গেয়ে বই বিক্রি করেছেন ফেরিওয়ালারা।

এত বছর পর ঘটনাটি আবার উঠে এল নির্মাতা কৌশিক শংকর দাসের ক্যামেরায়। তাঁর নির্মিত ‘৯ এপ্রিল’ ওয়েব সিরিজে যে গল্প দেখানো হয়েছে, সেটির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে শারমিন রিমা হত্যাকাণ্ডের ঘটনাটি। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে গতকাল থেকে দেখা যাচ্ছে ৬ পর্বের ওয়েব সিরিজ ‘৯ এপ্রিল’।

কৌশিক শংকর দাস জানালেন, গল্পের বিষয় হত্যাকাণ্ডের হলেও এটি কোনো মার্ডার মিস্ট্রি নয়। হত্যা, গ্রেপ্তার, বিচার, খুনি আর পুলিশের লুকোচুরি দেখানোর চেয়ে নির্মাতা বরং তুলে আনতে চেয়েছেন ঘটনাটির সঙ্গে জড়িত চরিত্রগুলোর মানসিক অবস্থা। এ সিরিজে চরিত্রগুলোর নাম বদলে গেছে। মুনির চৌধুরীর বদলে ‘মাহের’, খুকুর বদলে ‘কুহু’ আর রিমা নাম বদলে রাখা হয়েছে রিনি। এতে মাহের চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, কুহু চরিত্রে আছেন জাকিয়া বারী মম। হত্যার শিকার হওয়া রিনি চরিত্রে দেখা যাবে তমা মির্জাকে। আরও আছেন ত্রপা মজুমদার ও সাদিকা স্বর্ণা।

মম এর আগে ‘মহানগর’ সিরিজে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন। মম বলেন, ‘কুহু এমন একটা চরিত্র, যে একই সঙ্গে প্রেমিকা আবার নানা পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করে চলা একজন দৃঢ় মানসিকতার মানুষ। চরিত্রটি জটিল। তবে কাজ করে আরাম পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত