দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের সদর উপজেলা কমপ্লেক্স ও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা টিকা নিতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে, এ সময় অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি, ছিল না নিরাপদ দূরত্বও। এতে উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকা না পাওয়া এবং ভোগান্তির জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এদিকে, আরও কেন্দ্র করা গেলে শিক্ষার্থীদের ভোগান্তি কম হতো বলে জানান জেলা সিভিল সার্জন মো. আবদুল কুদ্দুছ। তিনি আজকের পত্রিকাকে জানান, শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এ টিকা সংরক্ষণ করা খুব ঝামেলাপূর্ণ। তাই বেশি কেন্দ্র করা সম্ভব হয়নি।
গতকাল সোমবার বেলা ১১টায় দেখা যায়, শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। টিকা নিতে আসা শিক্ষার্থীদের তুলনায় বুথ কম থাকায় বেগ পেতে হয়েছে তাদের। মাত্র একটি বুথে টিকা দেওয়ায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। এতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অতিরিক্ত জনসমাগমের মধ্যেই করোনা টিকা নিতে হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুরে দুই লাখ ৪৬ হাজার ১১৬ শিক্ষার্থীকে টিকা দেওয়ার প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গত রোববার পর্যন্ত জেলার ১৩টি উপজেলার ১৪টি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে এক লাখ ৪৫ হাজার ৮৭ শিক্ষার্থীকে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৫৯ শতাংশ। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন ইবতেদায়ি, কওমি ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাও টিকা নিতে আসায় টিকা গ্রহীতা শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ছাড়াতে পারে বলে জানা গেছে।
উথরাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মিজানুর রহমান বলেন, ‘সরকারকে শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য সাধুবাদ জানাই। এর মাধ্যমে শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরতে পারবে। তবে, শিক্ষার্থীরা যাতে সুশৃঙ্খলভাবে টিকা দিতে পারে, সে জন্য প্রশাসনিক সুব্যবস্থা থাকা দরকার ছিল। এখানে শৃঙ্খলা না থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম একসঙ্গে অধিক সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতির বিষয়ে বলেন, ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের টিকা দেওয়ার শেষ সময় ছিল, কিন্তু এত অল্প সময়ের মধ্যে সবাইকে দেওয়া সম্ভব হয়নি। সময় স্বল্পতার কারণে একসঙ্গে বেশি শিক্ষার্থী উপস্থিত করতে হচ্ছে। আমরা আশা করছি, আগামী ২০ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীকে টিকাদান প্রক্রিয়ার আওতায় নিয়ে আসব।
দিনাজপুরের সদর উপজেলা কমপ্লেক্স ও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা টিকা নিতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে, এ সময় অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি, ছিল না নিরাপদ দূরত্বও। এতে উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকা না পাওয়া এবং ভোগান্তির জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এদিকে, আরও কেন্দ্র করা গেলে শিক্ষার্থীদের ভোগান্তি কম হতো বলে জানান জেলা সিভিল সার্জন মো. আবদুল কুদ্দুছ। তিনি আজকের পত্রিকাকে জানান, শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এ টিকা সংরক্ষণ করা খুব ঝামেলাপূর্ণ। তাই বেশি কেন্দ্র করা সম্ভব হয়নি।
গতকাল সোমবার বেলা ১১টায় দেখা যায়, শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। টিকা নিতে আসা শিক্ষার্থীদের তুলনায় বুথ কম থাকায় বেগ পেতে হয়েছে তাদের। মাত্র একটি বুথে টিকা দেওয়ায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। এতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অতিরিক্ত জনসমাগমের মধ্যেই করোনা টিকা নিতে হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুরে দুই লাখ ৪৬ হাজার ১১৬ শিক্ষার্থীকে টিকা দেওয়ার প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গত রোববার পর্যন্ত জেলার ১৩টি উপজেলার ১৪টি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে এক লাখ ৪৫ হাজার ৮৭ শিক্ষার্থীকে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৫৯ শতাংশ। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন ইবতেদায়ি, কওমি ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাও টিকা নিতে আসায় টিকা গ্রহীতা শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ছাড়াতে পারে বলে জানা গেছে।
উথরাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মিজানুর রহমান বলেন, ‘সরকারকে শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য সাধুবাদ জানাই। এর মাধ্যমে শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরতে পারবে। তবে, শিক্ষার্থীরা যাতে সুশৃঙ্খলভাবে টিকা দিতে পারে, সে জন্য প্রশাসনিক সুব্যবস্থা থাকা দরকার ছিল। এখানে শৃঙ্খলা না থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম একসঙ্গে অধিক সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতির বিষয়ে বলেন, ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের টিকা দেওয়ার শেষ সময় ছিল, কিন্তু এত অল্প সময়ের মধ্যে সবাইকে দেওয়া সম্ভব হয়নি। সময় স্বল্পতার কারণে একসঙ্গে বেশি শিক্ষার্থী উপস্থিত করতে হচ্ছে। আমরা আশা করছি, আগামী ২০ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীকে টিকাদান প্রক্রিয়ার আওতায় নিয়ে আসব।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫