Ajker Patrika

হাসান আজাদের সঙ্গে স্বাগতার নতুন গান

হাসান আজাদের সঙ্গে স্বাগতার নতুন গান

বাবা খোদাবক্স সানু ছিলেন গানের মানুষ। নিজে গান করতেন, অন্যদের গান শেখাতেন। তাঁর কাছে গান শেখা অনেক শিল্পীই আজ দেশে প্রতিষ্ঠিত। সেই বাবার সন্তান জিনাত শানু স্বাগতা, সন্ধি ও সভ্যতা—তিনজনই বেড়ে উঠেছেন গানের সঙ্গে। ভাইবোনেরা মিলে গড়ে তুলেছিলেন ‘মহাকাল’ নামের একটি ব্যান্ড। সন্ধি ও সভ্যতা আজ গানে প্রতিষ্ঠিত। স্বাগতা গানের চেয়ে অভিনয়েই সুনাম কুড়িয়েছেন বেশি। তবু ছেড়ে দেননি গান। সময় করেই চর্চা চালিয়ে যান গানের। সম্প্রতি তিনি প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান। ‘সে সামথিং’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে দ্বৈতকণ্ঠ মিলিয়েছেন হাসান আজাদ।

‘সে সামথিং’ গানটি লেখার পাশাপাশি সুর করেছেন স্বাগতা ও হাসান। সংগীত আয়োজন করেছেন সন্ধি। ভিডিও নির্দেশনা দিয়েছেন অনিন্দ্য কবির অভিক। আগামী শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় গানটি প্রকাশ করবেন শিল্পীদ্বয়। এ উপলক্ষে একটি সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে সেদিন। অনুষ্ঠানে গাইবেন স্বাগতা, হাসান আজাদ, সন্ধি ও সভ্যতা।

হাসান আজাদ ও স্বাগতাস্বাগতা বলেন, ‘গত ভালোবাসা দিবসে হাসান আজাদের সঙ্গে আমার দ্বৈত গান “বিমস অব লাইট” প্রকাশ হয়েছিল। বাংলা ও ইংরেজি দুই ভাষার এ গানটিতে বেশ সাড়া পেয়েছিলাম। সেই সাফল্য আর শ্রোতাদের ভালোবাসায় ভর করেই নতুন এই গান করা। কথা, সুর ও সংগীত মিলিয়ে এবারের গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি। এবারের গানটিও বাংলা ও ইংরেজি ভাষায় লেখা।’ গানটি স্বাগতার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ হবে বলে জানা গেছে।

এদিকে, স্বাগতা অভিনীত ‘বউ-শাশুড়ি’ নামে একটি দীর্ঘ ধারাবাহিক প্রচার হচ্ছে বৈশাখী টেলিভিশনে। অপেক্ষায় আছে স্বাগতা অভিনীত সিনেমা ‘অসম্ভব’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত