Ajker Patrika

মিঠাপুকুরে ১২৮০ কৃষক পেলেন গমের বীজ

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ৩৩
মিঠাপুকুরে ১২৮০ কৃষক পেলেন গমের বীজ

মিঠাপুকুর উপজেলার ১ হাজার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক গমচাষিকে বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে এগুলো বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নের ৭৫ জন করে কৃষক এই গমবীজ ও সার পেয়েছেন।

চলতি রবি মৌসুমে উপজেলার ৬ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বিভিন্ন ধরনের বীজ ও সার দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন।

কৃষি কর্মকর্তা বলেন, ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকাভুক্ত করা হয়েছে। উপজেলার ১৭ ইউনিয়নে ১ হাজার ২৮০ কৃষককে গম, ২ হাজার ৬০০ কৃষককে ভুট্টা, ২ হাজার ৩২০ কৃষককে সরিষা, ২০০ কৃষককে সূর্যমুখী ও ২৫০ কৃষককে পেঁয়াজের বীজ এবং সার দেওয়া হবে।

সাইফুল আবেদীন আরও জানান, এসব ছাড়াও বিভিন্ন ফসলের প্রদর্শনী খেত করার জন্য মনোনীত কৃষকদের সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। এই উপজেলায় এ বছর সরিষা চাষ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত