নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে আগের কমিটির তিন শীর্ষ নেতাই বাদ পড়েছেন, টিকে গেছেন কেবল একজন।
দায়িত্বপ্রাপ্তরা বলছেন, সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার নতুন আহ্বায়ক কমিটিতে জেলা ও মহানগরে তিনজন করে ছয়জনের নাম ঘোষণা করেছে কেন্দ্র।
জেলা স্বেচ্ছাসেবক দলে আগের কমিটির মতোই আহ্বায়ক হিসেবে আছেন আব্দুল আহাদ খান জামাল। এ শাখায় সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন শাকিল মোর্শেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. মিফতাউল কবিরকে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক করা হয়েছে মাহবুবুল হক চৌধুরীকে। সদস্যসচিব হয়েছে আফসর খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুস সামাদ তুহেলকে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২১ আগস্ট সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। সেদিন জেলা ও মহানগরে ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পান আব্দুল আহাদ খান জামাল। সদস্যসচিব করা হয় সাবেক ছাত্রনেতা দেওয়ান জাকির হোসেন খানকে।
মহানগরে আব্দুল ওয়াহিদ সুহেলকে আহ্বায়ক এবং আজিজুল হোসেন আজিজকে সদস্যসচিবের দায়িত্ব দেয় কেন্দ্র। ৬১ সদস্যবিশিষ্ট এ কমিটিতেও ১৫ জন যুগ্ম আহ্বায়ক রেখে বাকিদের করা হয় সদস্য। ওই সময় সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে আওতাধীন সকল ইউনিটে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেয় কেন্দ্র।
তবে শুরুতেই ধাক্কা খায় জেলা-মহানগর স্বেচ্ছাসেবক দল। আহ্বায়ক কমিটি নিয়ে দেখা দেয় বিদ্রোহ। কমিটি থেকে বেশ কয়েকজন পদত্যাগও করেন। উপজেলা পর্যায়ের শতাধিক নেতার পদত্যাগের ঘটনাও ঘটে। এমনকি কমিটি নিয়ে বিরোধের জেরে গেল বছরের ১৮ আগস্ট বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক সম্পাদক শামসুজ্জামান জামান পদত্যাগ করেন।
শুরুর সেই ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি। সভা-সমাবেশ করার পাশাপাশি নিজেদের আওতাধীন ইউনিটগুলোতে কমিটি গঠনের দিকে মনোযোগ দেন নেতারা। জেলার আওতাধীন ১৩ উপজেলা ও পাঁচ পৌরসভাতেই ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডে দেওয়া হয় আহ্বায়ক কমিটি।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ‘সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সিলেটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি আসায় আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয়ে গেছে।’
সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে আগের কমিটির তিন শীর্ষ নেতাই বাদ পড়েছেন, টিকে গেছেন কেবল একজন।
দায়িত্বপ্রাপ্তরা বলছেন, সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার নতুন আহ্বায়ক কমিটিতে জেলা ও মহানগরে তিনজন করে ছয়জনের নাম ঘোষণা করেছে কেন্দ্র।
জেলা স্বেচ্ছাসেবক দলে আগের কমিটির মতোই আহ্বায়ক হিসেবে আছেন আব্দুল আহাদ খান জামাল। এ শাখায় সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন শাকিল মোর্শেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. মিফতাউল কবিরকে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক করা হয়েছে মাহবুবুল হক চৌধুরীকে। সদস্যসচিব হয়েছে আফসর খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুস সামাদ তুহেলকে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২১ আগস্ট সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। সেদিন জেলা ও মহানগরে ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পান আব্দুল আহাদ খান জামাল। সদস্যসচিব করা হয় সাবেক ছাত্রনেতা দেওয়ান জাকির হোসেন খানকে।
মহানগরে আব্দুল ওয়াহিদ সুহেলকে আহ্বায়ক এবং আজিজুল হোসেন আজিজকে সদস্যসচিবের দায়িত্ব দেয় কেন্দ্র। ৬১ সদস্যবিশিষ্ট এ কমিটিতেও ১৫ জন যুগ্ম আহ্বায়ক রেখে বাকিদের করা হয় সদস্য। ওই সময় সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে আওতাধীন সকল ইউনিটে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেয় কেন্দ্র।
তবে শুরুতেই ধাক্কা খায় জেলা-মহানগর স্বেচ্ছাসেবক দল। আহ্বায়ক কমিটি নিয়ে দেখা দেয় বিদ্রোহ। কমিটি থেকে বেশ কয়েকজন পদত্যাগও করেন। উপজেলা পর্যায়ের শতাধিক নেতার পদত্যাগের ঘটনাও ঘটে। এমনকি কমিটি নিয়ে বিরোধের জেরে গেল বছরের ১৮ আগস্ট বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক সম্পাদক শামসুজ্জামান জামান পদত্যাগ করেন।
শুরুর সেই ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি। সভা-সমাবেশ করার পাশাপাশি নিজেদের আওতাধীন ইউনিটগুলোতে কমিটি গঠনের দিকে মনোযোগ দেন নেতারা। জেলার আওতাধীন ১৩ উপজেলা ও পাঁচ পৌরসভাতেই ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডে দেওয়া হয় আহ্বায়ক কমিটি।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ‘সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সিলেটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি আসায় আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয়ে গেছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫