Ajker Patrika

শিশু হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭: ১৭
শিশু হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি

ঝিনাইদহে আট বছরের শিশু শিহাব হত্যার সূত্র উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রোববার দুপুরে পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

পিবিআইয়ের দাবি, মায়ের অনৈতিক কাজ দেখে ফেলায় শিহাবকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়।

সংবাদ সম্মেলনে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই তহিদুল ইসলাম ও পরিদর্শক সরদার বাবর আলী উপস্থিত ছিলেন।

পিবিআই সূত্র জানায়, ২০১৫ সালের ২৮ অক্টোবর চুয়াডাঙ্গা সদর উপজেলার শিশু শিহাব নিখোঁজ হয়। দুদিন পর পাশের গ্রামের একটি জমিতে তার মরদেহ পাওয়া যায়। পরে নিহতের মা কথিত প্রেমিক জমির উদ্দিন পিন্টুর ইন্ধনে ছয়জনকে আসামি করে মামলা করেন। মামলাটি প্রথমে পুলিশ তদন্ত করে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডি মামলার প্রধান আসামি লাল্টুকে বাদ দিয়ে নিহতের চাচাতো ভগ্নিপতি পিন্টুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পরে পরকীয়া প্রেমিকাকে রক্ষা করতে ওই চার্জশিটের বিরুদ্ধে নারাজি দেন বাদী। আদালত মামলাটি নতুন করে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। পিবিআইয়ের এসআই তহিদুল ইসলাম মামলাটির তদন্ত করে ক্লু উদ্ধারের পর প্রধান আসামি ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে সক্ষম হন। দায় স্বীকার করে আসামি লাল্টু ও নয়ন আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআইয়ের এসআই তহিদুল ইসলাম জানান, মূলত মায়ের সঙ্গে পিন্টুর অনৈতিক কাজ দেখে ফেলা ও পরে শিহাবের প্রবাসী বাবার কাছ থেকে মুক্তিপণ আদায় করার জন্যই অপহরণ ও হত্যার ঘটনা ঘটনায়। এ মামলার মূল আসামি লাল্টুকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। পিবিআইয়ের তদন্তে এজাহারের বাইরে আরও তিনজন আসামির সন্ধান মেলে।

তহিদুল আরও জানান, মামলাটির তদন্তভার গ্রহণের পর প্রধান আসামি লাল্টুকে কুষ্টিয়ার খোকসা উপজেলার সমোশপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি মোতাবেক কুতুবপুর গ্রাম থেকে জিয়ারত আলীর ছেলে জমির উদ্দীন পিন্টু ও ১৩ জুন মথুর দাসের ছেলে অসিত দাসকে গ্রেপ্তার করা হয়। প্রায় ৬ বছর পর শিশু শিহাব হত্যার প্রকৃত ঘাতকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ঝিনাইদহ পিবিআইয়ের আরেকটি সাফল্য বলে তিনি দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত