সম্পাদকীয়
নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগসহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছে। আবার বিএনপিসহ কিছু দল আছে সরকার পতনের আন্দোলনে। বিএনপি যে সরকার পতনের আন্দোলনে খুব সুবিধা করতে পারবে না, সেটা দলটির নীতিনির্ধারকেরাও বুঝতে পারছেন। কিন্তু তারপরও হরতাল-অবরোধ থেকে সরে আসছে না। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্বাচনে এসে বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়ে বলেছেন, ‘নির্বাচনে আসুন, কার কত দৌড় আমরা দেখি।
জনগণ কাকে চায়, সেটা আমরা যাচাই করে দেখি।’ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
আমাদের দেশে সাধারণত উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়ে থাকে। আগামী নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব যে আছে, সেটা অস্বীকার করা যাবে না। বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে না এলে ভোটের মাঠে আওয়ামী লীগকে বড় বাধা অতিক্রম করতে হবে না।
আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে এই আশাবাদ তৈরি হয়েছে যে তাঁরা আবার ক্ষমতায় আসছেন। অন্যদিকে দেশের মানুষের মন থেকে আশঙ্কা দূর হচ্ছে না। বিএনপি গোপন স্থান থেকে অবরোধ ডাকছে। প্রতিদিন যানবাহনে আগুন দেওয়া হচ্ছে। এটা কি চলতেই থাকবে? ভোট শেষে কি দেশে শান্তি ফিরবে? এসব প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না।
দেশের অর্থনীতি সম্পর্কে গণমাধ্যমে যেসব খবর ছাপা হয় বা হচ্ছে তা খুব আশাজাগানিয়া নয়। মহামারি করোনা এবং পরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট অস্থিরতার ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতেও লেগেছে। ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশ এ ধাক্কা কাটিয়ে উঠলেও বাংলাদেশের অর্থনীতিতে এর প্রতিফলন নেই; বরং দেশে অর্থনীতির বিভিন্ন সূচক আগের চেয়ে আরও দুর্বল হয়েছে। রিজার্ভ কমে এখন ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। কমছে প্রবাসী আয়। গতি নেই রপ্তানি আয়ে। ডলারের সংকট কাটেনি। স্থবিরতা এসেছে দেশি-বিদেশি বিনিয়োগে। বাড়ছে খেলাপি ঋণও। অসহনীয় পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতি।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় যথাযথ নীতি না নেওয়ার ফলে সংকট কাটিয়ে ওঠার বদলে আরও বাড়ছে বলে অর্থনীতিবিদেরা মনে করেন। গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মনে করেন, ‘আমার যদি অসুখ হয় এবং আমি যদি সঠিক ওষুধ গ্রহণ না করি, চিকিৎসা যদি না করি, তাহলে আমার শরীরটা তো আরও খারাপের দিকে যাবে।’
চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সুশাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সরকারি বিভিন্ন সেবা প্রদানের মান বৃদ্ধি—এ বিষয়গুলোকে যদি এখনই আমরা গুরুত্ব না দিই, তাহলে কিন্তু এটা আমাদের প্রতিযোগিতার সক্ষমতা কমাবে এবং অর্থনৈতিক ঝুঁকি আরও বাড়িয়ে দেবে।’
নির্বাচন সামনে রেখে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটাও ভাবনার বিষয়। কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির প্রভাব প্রথম অর্থনীতিতেই পড়বে। তাই এ রকমটি যেন না হয়, সে দিকটি অবশ্যই মাথায় রাখতে হবে।
নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগসহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছে। আবার বিএনপিসহ কিছু দল আছে সরকার পতনের আন্দোলনে। বিএনপি যে সরকার পতনের আন্দোলনে খুব সুবিধা করতে পারবে না, সেটা দলটির নীতিনির্ধারকেরাও বুঝতে পারছেন। কিন্তু তারপরও হরতাল-অবরোধ থেকে সরে আসছে না। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্বাচনে এসে বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়ে বলেছেন, ‘নির্বাচনে আসুন, কার কত দৌড় আমরা দেখি।
জনগণ কাকে চায়, সেটা আমরা যাচাই করে দেখি।’ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
আমাদের দেশে সাধারণত উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়ে থাকে। আগামী নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব যে আছে, সেটা অস্বীকার করা যাবে না। বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে না এলে ভোটের মাঠে আওয়ামী লীগকে বড় বাধা অতিক্রম করতে হবে না।
আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে এই আশাবাদ তৈরি হয়েছে যে তাঁরা আবার ক্ষমতায় আসছেন। অন্যদিকে দেশের মানুষের মন থেকে আশঙ্কা দূর হচ্ছে না। বিএনপি গোপন স্থান থেকে অবরোধ ডাকছে। প্রতিদিন যানবাহনে আগুন দেওয়া হচ্ছে। এটা কি চলতেই থাকবে? ভোট শেষে কি দেশে শান্তি ফিরবে? এসব প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না।
দেশের অর্থনীতি সম্পর্কে গণমাধ্যমে যেসব খবর ছাপা হয় বা হচ্ছে তা খুব আশাজাগানিয়া নয়। মহামারি করোনা এবং পরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট অস্থিরতার ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতেও লেগেছে। ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশ এ ধাক্কা কাটিয়ে উঠলেও বাংলাদেশের অর্থনীতিতে এর প্রতিফলন নেই; বরং দেশে অর্থনীতির বিভিন্ন সূচক আগের চেয়ে আরও দুর্বল হয়েছে। রিজার্ভ কমে এখন ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। কমছে প্রবাসী আয়। গতি নেই রপ্তানি আয়ে। ডলারের সংকট কাটেনি। স্থবিরতা এসেছে দেশি-বিদেশি বিনিয়োগে। বাড়ছে খেলাপি ঋণও। অসহনীয় পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতি।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় যথাযথ নীতি না নেওয়ার ফলে সংকট কাটিয়ে ওঠার বদলে আরও বাড়ছে বলে অর্থনীতিবিদেরা মনে করেন। গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মনে করেন, ‘আমার যদি অসুখ হয় এবং আমি যদি সঠিক ওষুধ গ্রহণ না করি, চিকিৎসা যদি না করি, তাহলে আমার শরীরটা তো আরও খারাপের দিকে যাবে।’
চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সুশাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সরকারি বিভিন্ন সেবা প্রদানের মান বৃদ্ধি—এ বিষয়গুলোকে যদি এখনই আমরা গুরুত্ব না দিই, তাহলে কিন্তু এটা আমাদের প্রতিযোগিতার সক্ষমতা কমাবে এবং অর্থনৈতিক ঝুঁকি আরও বাড়িয়ে দেবে।’
নির্বাচন সামনে রেখে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটাও ভাবনার বিষয়। কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির প্রভাব প্রথম অর্থনীতিতেই পড়বে। তাই এ রকমটি যেন না হয়, সে দিকটি অবশ্যই মাথায় রাখতে হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫