Ajker Patrika

বিএনপি-জামায়াত চক্রের ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৬: ৩৯
বিএনপি-জামায়াত চক্রের ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল

বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে গতকাল পৃথক মিছিল ও সমাবেশ করা হয়েছে।

সকাল ১০টায় জেলা যুবলীগের উদ্যোগে জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

অপরদিকে দুপুর সাড়ে ১২টায় যুবলীগ মহানগর শাখার উদ্যোগে কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করা হয়।

মিছিল পরবর্তী জেলা যুবলীগের সমাবেশে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, বিএনপি আল্লাহর ওয়াস্তে পার্টি। তাদের কোনো ভিত্তি নেই। তারা হাওয়ায় ভেসে চলে। জনগণ থেকে তারা আলাদা হয়েছে। দুর্নীতি মামলায় তাদের দলের সিনিয়র দুই নেতার সাজা হয়েছে। কাজেই তারা নির্বাচনের যোগ্য নয়। তাই তারা নির্বাচন থেকে সরে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

মহানগর যুবলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, দেশব্যাপী বিএনপি জামায়াত চক্র দেশবিরোধী ষড়যন্ত্র ও যে নৈরাজ্য সৃষ্টি করেছে সিলেট মহানগর যুবলীগ রাজপথে থেকে তা প্রতিহত করবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত