Ajker Patrika

দুর্নীতিবাজদের বয়কট করার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১০: ৪৫
দুর্নীতিবাজদের বয়কট করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন, কোনোভাবে যেন ছাড় না দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় নাট্যশালায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন রাষ্ট্রপতি।

আবদুল হামিদ বলেন, দুর্নীতি এমন একটি বিষয়, যা প্রাচীনকাল থেকে সমাজে প্রচলিত আছে। পৃথিবীর কোনো দেশ এর প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত নয়। সামাজিকভাবে দুর্নীতিবিরোধী মনোভাব জাগ্রত না হলে দুদকের একার পক্ষে দমন করা সম্ভব নয়। এ ক্ষেত্রে মানুষের সচেতন হওয়া এবং দুর্নীতিবাজদের শাস্তির মাধ্যমে সহনশীল মাত্রায় দুর্নীতি হ্রাস করা যায়।

রাষ্ট্রপতি দুর্নীতি ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান। একই সঙ্গে সৎ, নিষ্ঠাবান ও আন্তরিক ব্যক্তিদের সামাজিকভাবে মূল্যায়ন করতে বলেছেন তিনি। দুদকের কাজের প্রশংসা করে তিনি বলেন, দুদকের মামলা দায়ের বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে মামলায় সাজার হারও বেড়েছে।

আলোচনা সভায় উপস্থিত হন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রাষ্ট্রপতির মতো তিনিও দুর্নীতিবাজদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমার সবচেয়ে কষ্ট হয় যখন দেখি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ডিগ্রি অর্জনের পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে কিছু কর্মকর্তা দুর্নীতিতে নিমজ্জিত হয়। দেশের বিদ্বান ব্যক্তিরা যদি ঐশ্বর্যের পেছনে ছোটে, অসাধু হয়, তাহলে দুর্নীতি প্রতিরোধ কখনো সম্ভব নয়।

দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হক, দুদকের কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান, দুদকের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, দুদকের সাবেক চেয়ারম্যান, সাবেক সচিব, বর্তমান কমিশনের মহাপরিচালক ও পরিচালক, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দুদক কার্যালয়ে সহকর্মীদের নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। পরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন তিনি।

এ সময় দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের প্রধান সমস্যা হচ্ছে অনুসন্ধান ও তদন্তে যে দীর্ঘসূত্রতা আছে, ওইটা কীভাবে কমিয়ে আনা যায়, সেই পরিকল্পনা করা। আমরা বাস্তবভাবে পরিকল্পনা করছি, দুর্নীতি নিয়ে জনগণের যে প্রত্যাশা, এর কাছাকাছি যাওয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত