Ajker Patrika

বিক্রিতে এগিয়ে যেসব বই

নাজমুল হাসান সাগর, ঢাকা
আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৯: ৪৩
বিক্রিতে এগিয়ে যেসব বই

অমর একুশে বইমেলার পর্দা নামছে কাল বৃহস্পতিবার। এবারের মেলায় নতুন বই এসেছে তিন হাজারের বেশি। করোনাকালীন সংকট পুষিয়ে নিতে না পারলেও বই বিক্রি নিয়ে বড় প্রকাশনীগুলোর সন্তুষ্টির কথাই জানা গেছে। আর ক্রেতা ও পাঠকেরা আস্থা রেখেছেন তুলনামূলক নবীন ও তরুণ লেখকদের প্রতি। মুহম্মদ জাফর ইকবাল, আকবর আলি খান, আনিসুল হক ও মহিউদ্দিন আহমদের মতো লেখকদের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রির বাজারে আধিপত্য দেখিয়েছেন হাল আমলের জনপ্রিয় লেখক সাদাত হোসাইন, মাসরুর আরেফিন কিংবা কিঙ্কর আহসানের মতো লেখকেরাও।

সবার তালিকা না থাকায় জানা যায়নি বিক্রিতে এগিয়ে থাকা মোট বইয়ের সংখ্যা। তবে মুদ্রণ বা সংস্করণ হিসাব করে মেলার বড় ৯টি প্রকাশনা ঘুরে একটি তালিকা তৈরি করেছেন এই প্রতিবেদক। প্রচলিত রীতি অনুযায়ী ১ হাজার ২৫০ কপিতে এক মুদ্রণ ধরা হয়। সে হিসাবে এবারের মেলাতেই চতুর্থ মুদ্রণ শেষের পথে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত সাদাত হোসাইনের লেখা বই ‘প্রিয়তম অসুখ সে’। বইটির পঞ্চম মুদ্রণও প্রস্তুত হচ্ছে বলে জানালেন অন্যপ্রকাশের ব্যবস্থাপক সিরাজুল কবির চৌধুরী।

জ্ঞানকোষ থেকে প্রকাশিত হয়েছে কিঙ্কর আহসানের লেখা উপন্যাস ‘নীল ডুমুর’। জ্ঞানকোষের বেস্টসেলারের তালিকায় রয়েছে বইটি। ইতিমধ্যেই এই বইটির চতুর্থ সংস্করণও শেষের পথে। কাল পঞ্চম মুদ্রণ আসবে বলে জানিয়েছেন লেখক কিঙ্কর আহসান।

আকবর আলি খানের লেখা ‘পুরানো সেই দিনের কথা’ বইটি রয়েছে প্রথমা থেকে প্রকাশিত সর্বাধিক বিক্রি হওয়া বইয়ের তালিকায়। মেলায় এসেছে বইটির তৃতীয় সংস্করণ। বিক্রি আর পাঠক চাহিদায় এগিয়ে রয়েছে মহিউদ্দিন আহমদের লেখা ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিবাহিনী জিয়া হত্যা মনজুর খুন’ বইটিও।

এ ছাড়া বিক্রিতে এগিয়ে রয়েছে পার্ল পাবলিশার্স থেকে প্রকাশিত মোস্তফা মামুনের লেখা ‘অপারেশন কুয়ালালামপুর’, তাম্রলিপি প্রকাশনী থেকে মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘আহা টুনটুনি উহু ছোটাচ্চু’ এবং কথা প্রকাশ থেকে প্রকাশিত মাসরুর আরেফিনের ‘আড়িয়াল খাঁ’ বইটি।

এবারের মেলায় পাঠকেরা নতুন লেখকদের বই বেশি কিনছেন জানিয়ে অন্যপ্রকাশের ব্যবস্থাপক সিরাজুল কবির খান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিচিত ইন্টেলেকচুয়াল ধাঁচের লেখকদের পাঠক নির্দিষ্ট। এখন যাঁরা নতুন লিখছেন, তাদের নিজস্ব ফ্যান আছে। তাঁরাই নতুন লেখকদের বই বেশি কিনে থাকেন। তারা (লেখক) এলে ফ্যানদের ভিড়ে স্টলের সামনে দাঁড়ানো যায় না।’

এদিকে গতকাল মঙ্গলবারও মেলায় নতুন বই এসেছে ১২১টি। এ নিয়ে মোট নতুন বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ১২৪টিতে। বাংলা একাডেমির গত সোমবারের দেওয়া হিসাব অনুযায়ী, এবারের মেলায় সর্বাধিক ৯৪০টি কবিতার বই এসেছে। এর পরই রয়েছে উপন্যাস আর গল্পের বই।’

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার অমর একুশে বইমেলার প্রথম ২৮ দিনে গল্পের বই ৪০৭টি, উপন্যাস ৪৪১টি, প্রবন্ধ ১৬৪টি, কবিতা ৯৪০টি, গবেষণা ৮৭টি, ছড়া ৫৫টি, শিশুতোষ ৭৭টি, জীবনী ৯৪টি, রচনাবলি ১২টি, মুক্তিযুদ্ধ ৯৩টি, নাটক ১৬টি, বিজ্ঞান ৪৫টি, ভ্রমণ ৪৯টি, ইতিহাস ৬১টি, রাজনীতি ২২টি, স্বাস্থ্যবিষয়ক ১৮টি, বঙ্গবন্ধু ৭৫টি, রম্য ১৩টি, ধর্মীয় ৩৫টি, অনুবাদ ৩৩টি, অভিধান ৮টি, সায়েন্স ফিকশন ৪৩টি এবং অন্যান্য ২১৫টি বই প্রকাশিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত