Ajker Patrika

বিজেপি ছেড়ে বিদ্রোহীরা এখন সমাজবাদী পার্টিতে

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১০: ০৩
বিজেপি ছেড়ে বিদ্রোহীরা এখন সমাজবাদী পার্টিতে

বিজেপি ছেড়ে যাওয়া উত্তর প্রদেশের ছয় বিধায়ক গতকাল রাজ্যটির প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টিতে (এসপি) যোগ দিয়েছেন। এর মধ্যে স্বামী প্রসাদ মৌর্য ও ধরম সিং সাইনি বিজেপি শাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। গতকাল লক্ষ্মৌয় এক অনুষ্ঠানে তাঁদের মাথায় এসপির দলীয় স্মারক লাল টুপি পরিয়ে দেন দলটির প্রধান অখিলেশ যাদব।

হিন্দুস্তান টাইমস জানায়, একই অনুষ্ঠানে এসপিতে যোগ দেওয়া বিজেপির অন্য বিধায়কেরা হলেন ভগবতী সাগর, বিনয় শাক্য, মুকেশ ভার্মা এবং রোশন লাল ভার্মা। তাঁদের নির্বাচনী এলাকাগুলো হলো যথাক্রমে কানপুরের বিলহাউর, বিধুনা, তিলহার এবং শিকোহাবাদ। তা ছাড়া রাজ্যটির বিজেপির শরিক ‘আপনা দলের’ বিধায়ক চৌধুরী অমর সিংও একই অনুষ্ঠানে এসপিতে যোগ দেন। তাঁর নির্বাচনী এলাকা শোরটগঞ্জ।

অনুষ্ঠানে সাইনি বলেন, ‘সংবিধান, গণতন্ত্র, দলিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষা করতে আমরা এসপিতে যোগ দিয়েছি। আমরা আপনাকে (অখিলেশ) উত্তর প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী বানাচ্ছি। আর ২০২৪ সালের লোক সভা নির্বাচনে আপনাকে ভারতের প্রধানমন্ত্রী দেখতে চাই।’ অন্যদিকে নিজেদের যোগদানের মাধ্যমে সমাজবাদ ও আম্বেদকারের দর্শনের মিলন ঘটেছে বলে মন্তব্য করেছেন মৌর্য।

আগামী ফেব্রুয়ারি-মার্চে দুটি উপনির্বাচনসহ ভারতে মোট সাতটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ সাত ধাপে অনুষ্ঠিত হবে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম উত্তর প্রদেশের নির্বাচন। ফল ঘোষণা ১০ মার্চ।

গুরুত্বপূর্ণ রাজ্যটির আদিত্যনাথের মন্ত্রিসভার ৩ মন্ত্রীসহ অন্তত ৮ বিধায়ক সম্প্রতি বিজেপি ছেড়েছেন। তাঁদের মধ্যে সাবেক মন্ত্রী দারা সিং চৌহান ছাড়া বাকিরা এসপিতে যোগ দিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত