Ajker Patrika

বদরগঞ্জ জাপা সভাপতির পদত্যাগ

বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৫: ৫৮
বদরগঞ্জ জাপা সভাপতির পদত্যাগ

বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি অধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী সাবলু দল থেকে পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি শতাধিক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে পদত্যাগপত্র জমা দেন।

দলীয় সূত্র জানায়, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা আসাদুজ্জামান সংগঠনে শৃঙ্খলা না থাকার অভিযোগ এনে এই পদক্ষেপ নিয়েছেন। দলের সব পদ থেকে পদত্যাগ করার বিষয়টি জাপা নেতা নিজেই নিশ্চিত করেছেন।

উপজেলা জাপার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘উপজেলা কমিটি নিয়ে জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং সাংসদ মশিউর রহমান রাঙ্গার সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে। কোনোভাবেই এটা নিরসন করা যায়নি। রাঙ্গা সাহেবের কাছে গেলে জাপা চেয়ারম্যানের কাছে যেতে বলেন, আবার জাপা চেয়ারম্যানের কাছে গেলে রাঙ্গাকে দেখিয়ে দেন। এভাবে তো আর দল করা যায় না। এ কারণে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে দল থেকে পদত্যাগ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত