Ajker Patrika

কাঁদলেন তাঁরা, কাঁদালেনও

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১১: ০২
কাঁদলেন তাঁরা, কাঁদালেনও

কাঁদলেন তাঁরা, কাঁদালেনও। পরিবারের স্বপ্ন ছিল যাঁকে ঘিরে, সেই মানুষটিই গুম হয়ে গেছেন। তাঁদের স্মরণ করে পরিবারের সদস্যরা অনুষ্ঠানস্থলেই কান্নায় ভেঙে পড়লেন। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গাড়িচালক আনছার আলীর স্ত্রী মুক্তা বেগমও ছিলেন সেখানে। বক্তব্য দিতে পারেননি তিনি।

সাবেক ছাত্রদল নেতা জুনেদ আহমদের বোন তানজিনা খানম ভাইয়ের সন্ধান দাবি করে বলেন, ‘আমাদের ভাইয়ের স্থানে আপনারা নিজেদের দাঁড় করিয়ে উপলব্ধি করলেই বুঝতে পারবেন কীভাবে কাটছে স্বজনহারাদের প্রতিটি মুহূর্ত। আমাদের মতো গুম হওয়া পরিবারের সময় কাটছে কত কষ্ট আর যন্ত্রণায়।’

১০ বছর ধরে নিখোঁজ চার ব্যক্তির পরিবারের সদস্যদের নিয়ে গত রোববার বিকেলে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নেন স্বজনহারা পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের কান্নায় উপস্থিত সবার চোখে পানি চলে আসে।

মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় অংশ নিয়ে নেতারা বলেন, মা-বাবা, ভাই-বোন, সন্তান, কারও স্ত্রী তাকিয়ে থাকেন দরজার দিকে। হয়তো কখনো কেউ ফিরে এসে দরজার ওপার থেকে ডাক দেবে প্রিয় নাম ধরে। অপেক্ষায় রাত পেরিয়ে ভোর হয়, ফেরেন না প্রিয়জন।

গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বাবা ডা. মঈন উদ্দিন আহমদ মনের ভেতরে জমানো দীর্ঘ ১০ বছরের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বলেন, ‘দুঃখ কার কাছে বলব। দুঃখ বলার জায়গা নেই। মনের ভেতর শুধু বোবা কান্না।’

ছেলে গুম হওয়ার পর সব তথ্য সংগ্রহ করে একটি দলিল প্রস্তুত করে রাখেন তিনি। সেই দলিল অনুষ্ঠানস্থলে উপস্থাপন করে বলেন, সিলেটের গুম হওয়া সব ব্যক্তির এভাবে একটি দলিল প্রস্তুত রাখা প্রয়োজন। এ জন্য সিলেট বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন ডা. মঈন উদ্দিন।

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, সারা দেশে গুম হওয়া মানুষগুলোর পরিবারের সদস্যদের প্রশ্ন, কোথায় আছেন তাঁদের প্রিয় মানুষটি। অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হোক তাঁদের।

মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী বলেন, গুম-খুনের কথা যাতে কেউ বলতে না পারে সে জন্য বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে এবং জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে।

আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, হাবিবুর রহমান হাবিব, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, রোকসানা বেগম শাহনাজ, আজমল বখত সাদেক, নজিবুর রহমান নজিব ও সালেহ আহমদ খসরু, সদস্য আমির হোসেন, মাহবুব কাদির শাহী, মোর্শেদ আহমদ মুকুল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আবুল কালাম ও ডা. নাজমুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

পাগল বেশে মেয়েদের উত্ত্যক্তকারী সেই তরুণ গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত