এস এস শোহান, এইচ এম মইনুল ইসলাম ও ফরিদ খান মিন্টু, বাগেরহাট
বাগেরহাটের অন্যান্য উপজেলা থেকে মোরেলগঞ্জ ও শরণখোলা আয়তনের দিক থেকে বেশ বড়। অবকাঠামোগত উন্নয়নে কিছুটা পিছিয়ে থাকলেও রাজনৈতিকভাবে এগিয়ে আছে। এ দুই উপজেলায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের জাতীয় পর্যায়ের নেতাদের বাড়ি, যাঁরা বিভিন্ন সময় জাতীয় সংসদ নির্বাচন করেছেন; কেউ কেউ নির্বাচিতও হয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটার ও রাজনৈতিক নেতাদের মুখে ঘুরেফিরে আসছে এসব প্রসঙ্গ।
এবারের নির্বাচনে এ আসনের লড়াই কেমন হবে, তা নিয়ে আলাপ করতে গিয়ে ইতিহাসের রেশ টানছেন সচেতন ভোটাররা। ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত পাঁচবার আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য (এমপি) হয়েছেন। আর বিএনপি-জামায়াত জোট থেকে এমপি হয়েছে দুবার। চারবার এমপি ছিলেন আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন। ২০২০ সালে তিনি মারা গেলে ২০২১ সালের উপনির্বাচনে জয়ী হন একই দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন। আসন্ন নির্বাচনে বিএনপি যোগ দিলে আওয়ামী লীগের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান এমপি ছাড়াও আওয়ামী লীগ থেকে এবার মনোনয়নপ্রত্যাশী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আব্দুর রহিম খান, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল ইসলাম তালুকদার ও আওয়ামী লীগ নেতা এম আর জামিল হোসেন।
এমপি আমিরুল আলম মিলন বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে দুই উপজেলার মানুষের পাশে আছেন। এ জন্য আগামী নির্বাচনেও মনোনয়ন পেতে আশাবাদী। আর এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, নির্বাচন উপলক্ষে নেতা-কর্মী, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোসহ রাজনৈতিক কর্মসূচি পালন করছেন। নিজে মনোনয়নপ্রত্যাশী, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁকে মনোনয়ন দেবেন, তাঁর পক্ষেই কাজ করবেন।
অপর দিকে বিএনপি ও জামায়াত এবার জোট হয়ে নির্বাচনে অংশ নেবে কি না, তা নিয়ে নানা আলোচনা চলছে। একাধিক সূত্রের ভাষ্য, বিএনপির প্রার্থী হিসেবে এখন পর্যন্ত তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির ও বাগেরহাট জেলা শাখার সদস্য ফারহানা জাহান নিপা আলোচনায় আছেন। এ ছাড়া জামায়াত থেকে প্রার্থী হতে পারেন আব্দুল আলিম। তিনি ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
কাজী মনিরুজ্জামান মনির বলেন, এলাকার নেতা-কর্মীদের বিপদে এবং হামলা-মামলায় সহযোগিতা করে যাচ্ছেন তিনি। এবারের নির্বাচনে দল মনোনয়ন দেবে বলে আশা করছেন।
জেলা বিএনপির সদস্য ফারহানা জাহান নিপা বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম তালুকদার জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব ছিলেন। রাজনৈতিক পরিবার হিসেবে দলের জন্য আমাদের ত্যাগ অনেক। বাবা মারা যাওয়ার পরে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সুখ-দুঃখে পাশে আছি। দল মনোনয়ন দিলে নির্বাচন করব।’
অন্য দলগুলোর মধ্যে জাতীয় পার্টির (জাপা) জেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান, স্থানীয় নেতা সাজন মিস্ত্রি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মজিদ হাওলাদারের নাম শোনা যাচ্ছে।
বাগেরহাট জেলা জাপার সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু বলেন, দল যদি এককভাবে নির্বাচন করে, তাহলে বাগেরহাটের চার আসনেই প্রার্থী দেওয়া হবে। মোরেলগঞ্জ-শরণখোলা আসনেও দুজন মনোনয়নপ্রত্যাশী আছেন। দল যাঁকে মনোনয়ন দেবে, নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করবেন।
বাগেরহাটের অন্যান্য উপজেলা থেকে মোরেলগঞ্জ ও শরণখোলা আয়তনের দিক থেকে বেশ বড়। অবকাঠামোগত উন্নয়নে কিছুটা পিছিয়ে থাকলেও রাজনৈতিকভাবে এগিয়ে আছে। এ দুই উপজেলায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের জাতীয় পর্যায়ের নেতাদের বাড়ি, যাঁরা বিভিন্ন সময় জাতীয় সংসদ নির্বাচন করেছেন; কেউ কেউ নির্বাচিতও হয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটার ও রাজনৈতিক নেতাদের মুখে ঘুরেফিরে আসছে এসব প্রসঙ্গ।
এবারের নির্বাচনে এ আসনের লড়াই কেমন হবে, তা নিয়ে আলাপ করতে গিয়ে ইতিহাসের রেশ টানছেন সচেতন ভোটাররা। ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত পাঁচবার আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য (এমপি) হয়েছেন। আর বিএনপি-জামায়াত জোট থেকে এমপি হয়েছে দুবার। চারবার এমপি ছিলেন আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন। ২০২০ সালে তিনি মারা গেলে ২০২১ সালের উপনির্বাচনে জয়ী হন একই দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন। আসন্ন নির্বাচনে বিএনপি যোগ দিলে আওয়ামী লীগের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান এমপি ছাড়াও আওয়ামী লীগ থেকে এবার মনোনয়নপ্রত্যাশী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আব্দুর রহিম খান, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল ইসলাম তালুকদার ও আওয়ামী লীগ নেতা এম আর জামিল হোসেন।
এমপি আমিরুল আলম মিলন বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে দুই উপজেলার মানুষের পাশে আছেন। এ জন্য আগামী নির্বাচনেও মনোনয়ন পেতে আশাবাদী। আর এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, নির্বাচন উপলক্ষে নেতা-কর্মী, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোসহ রাজনৈতিক কর্মসূচি পালন করছেন। নিজে মনোনয়নপ্রত্যাশী, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁকে মনোনয়ন দেবেন, তাঁর পক্ষেই কাজ করবেন।
অপর দিকে বিএনপি ও জামায়াত এবার জোট হয়ে নির্বাচনে অংশ নেবে কি না, তা নিয়ে নানা আলোচনা চলছে। একাধিক সূত্রের ভাষ্য, বিএনপির প্রার্থী হিসেবে এখন পর্যন্ত তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির ও বাগেরহাট জেলা শাখার সদস্য ফারহানা জাহান নিপা আলোচনায় আছেন। এ ছাড়া জামায়াত থেকে প্রার্থী হতে পারেন আব্দুল আলিম। তিনি ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
কাজী মনিরুজ্জামান মনির বলেন, এলাকার নেতা-কর্মীদের বিপদে এবং হামলা-মামলায় সহযোগিতা করে যাচ্ছেন তিনি। এবারের নির্বাচনে দল মনোনয়ন দেবে বলে আশা করছেন।
জেলা বিএনপির সদস্য ফারহানা জাহান নিপা বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম তালুকদার জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব ছিলেন। রাজনৈতিক পরিবার হিসেবে দলের জন্য আমাদের ত্যাগ অনেক। বাবা মারা যাওয়ার পরে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সুখ-দুঃখে পাশে আছি। দল মনোনয়ন দিলে নির্বাচন করব।’
অন্য দলগুলোর মধ্যে জাতীয় পার্টির (জাপা) জেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান, স্থানীয় নেতা সাজন মিস্ত্রি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মজিদ হাওলাদারের নাম শোনা যাচ্ছে।
বাগেরহাট জেলা জাপার সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু বলেন, দল যদি এককভাবে নির্বাচন করে, তাহলে বাগেরহাটের চার আসনেই প্রার্থী দেওয়া হবে। মোরেলগঞ্জ-শরণখোলা আসনেও দুজন মনোনয়নপ্রত্যাশী আছেন। দল যাঁকে মনোনয়ন দেবে, নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করবেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪