Ajker Patrika

জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত শুরু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১০: ৪৮
জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত শুরু

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এ তদন্ত শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুক নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল গাজীপুর নগর ভবন পরিদর্শন করেন। এদিন কমিটি সিটি করপোরেশনের কয়েকটি সড়কও পরিদর্শন করে। কমিটির অপর সদস্যরা হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অনুপম বড়ুয়া ও উপসচিব সচিব জহিরুল ইসলাম।

তদন্ত কমিটির সদস্যরা নগর ভবনে বিভিন্ন নথি ও অন্যান্য তথ্য সংগ্রহ করেন। এ সময় তাঁরা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান প্রকৌশলী আকবর হোসেনসহ অন্যান্যদের সঙ্গে কথা বলেন।

পরে তদন্ত কমিটির সদস্যরা মহানগরীর মিরের বাজার থেকে বৃন্দান হাই স্কুল হয়ে নারায়ণকুল পর্যন্ত সড়ক নির্মাণের সময় দুই পাশের যে সমস্ত বাড়িঘর ক্ষতিপূরণ না দিয়ে ভেঙে ফেলা হয় সে সমস্ত বাড়িঘর সরেজমিন ঘুরে দেখেন।

মুস্তাকিম বিল্লাহ ফারুক বলেন, ‘আমরা আজকে কাজ শুরু করেছি। কিছু কাগজপত্র নিয়ে যাচ্ছি। কয়েকটি সড়ক সরেজমিনে দেখা হয়েছে। এগুলো যাচাই করে পুনরায় আবার আমরা আসব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত