ধুনট (বগুড়া) প্রতিনিধি
সকাল সাড়ে ১০টায় ক্লাস শুরু হয়। শিক্ষার্থীদের উপস্থিতি অন্য দিনের চেয়ে কম। স্যার জোর গলায় পড়াতে চেষ্টা করেন। সেটিও কাজে দেয়নি। তীব্র শব্দদূষণ আর হই-হুল্লোড়ের কারণে শিক্ষার্থীরা কিছুই শুনছিল না। একপর্যায়ে বাধ্য হয়ে বাকি সময়টা স্যার চুপ করেই কাটিয়ে দেন। এমনকি নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয় পুরো কলেজ। ক্লাস চলাকালীন বাইরে চলছিল রাজনৈতিক সমাবেশের আয়োজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ প্রাঙ্গণে গত শনিবার ওই সমাবেশের আয়োজন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামছুল বারী সেখ। সকাল সকাল শিক্ষার্থীরা কলেজে ক্লাস করতে এসে মঞ্চ দেখে কেউ কেউ ফিরে যায়। বাকি যারা ক্লাস করেছে তাদের অবস্থাটাও খুব সুখকর ছিল না। ক্লাস চলাকালেই বাইরে চলছিল বড় সমাবেশের প্রস্তুতি, নেতা-কর্মীদের স্লোগানমুখর আগমন, মাইকের শব্দ, চলে রান্নাবান্নাও।
নাম প্রকাশে অনিচ্ছুক এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী জানায়, ‘বিদ্যুৎ না থাকায় সেখানে জেনারেটরের ব্যবস্থা করা হয়। যে কারণে ক্লাসে স্যারের কথা কিছুই শুনি নাই।’
এদিকে সমাবেশে নেতা-কর্মীদের বিশৃঙ্খলা, কলেজের বারান্দায় রান্নার কাজ শুরু হওয়ায় দুপুর ১২টা ৪০ মিনিটে ক্লাস শেষ হওয়ার কথা থাকলেও ১২টায় ছুটি দেওয়া হয়।
গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু বলেন, ‘কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই এই আয়োজন। আমরা শিক্ষার্থীদের কোনো সমস্যা করিনি। ছুটি হওয়ার পর সমাবেশ শুরু করেছি।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রশীদও একই সুর মেলালেন। তিনি বলেন, ‘স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ জেলা ও উপজেলার নেতারা ফোন দিয়েছিলেন। আর ক্লাস শেষ হলেই সমাবেশ শুরু হয়।’ নৌকার চেয়ারম্যান প্রার্থী শামছুল বারী সেখ বলেন, ‘আমি নৌকার প্রার্থী। দলের পক্ষ থেকে এসব আয়োজন করা হয়। নেতারা এ বিষয়ে জানেন।’
সকাল সাড়ে ১০টায় ক্লাস শুরু হয়। শিক্ষার্থীদের উপস্থিতি অন্য দিনের চেয়ে কম। স্যার জোর গলায় পড়াতে চেষ্টা করেন। সেটিও কাজে দেয়নি। তীব্র শব্দদূষণ আর হই-হুল্লোড়ের কারণে শিক্ষার্থীরা কিছুই শুনছিল না। একপর্যায়ে বাধ্য হয়ে বাকি সময়টা স্যার চুপ করেই কাটিয়ে দেন। এমনকি নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয় পুরো কলেজ। ক্লাস চলাকালীন বাইরে চলছিল রাজনৈতিক সমাবেশের আয়োজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ প্রাঙ্গণে গত শনিবার ওই সমাবেশের আয়োজন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামছুল বারী সেখ। সকাল সকাল শিক্ষার্থীরা কলেজে ক্লাস করতে এসে মঞ্চ দেখে কেউ কেউ ফিরে যায়। বাকি যারা ক্লাস করেছে তাদের অবস্থাটাও খুব সুখকর ছিল না। ক্লাস চলাকালেই বাইরে চলছিল বড় সমাবেশের প্রস্তুতি, নেতা-কর্মীদের স্লোগানমুখর আগমন, মাইকের শব্দ, চলে রান্নাবান্নাও।
নাম প্রকাশে অনিচ্ছুক এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী জানায়, ‘বিদ্যুৎ না থাকায় সেখানে জেনারেটরের ব্যবস্থা করা হয়। যে কারণে ক্লাসে স্যারের কথা কিছুই শুনি নাই।’
এদিকে সমাবেশে নেতা-কর্মীদের বিশৃঙ্খলা, কলেজের বারান্দায় রান্নার কাজ শুরু হওয়ায় দুপুর ১২টা ৪০ মিনিটে ক্লাস শেষ হওয়ার কথা থাকলেও ১২টায় ছুটি দেওয়া হয়।
গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু বলেন, ‘কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই এই আয়োজন। আমরা শিক্ষার্থীদের কোনো সমস্যা করিনি। ছুটি হওয়ার পর সমাবেশ শুরু করেছি।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রশীদও একই সুর মেলালেন। তিনি বলেন, ‘স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ জেলা ও উপজেলার নেতারা ফোন দিয়েছিলেন। আর ক্লাস শেষ হলেই সমাবেশ শুরু হয়।’ নৌকার চেয়ারম্যান প্রার্থী শামছুল বারী সেখ বলেন, ‘আমি নৌকার প্রার্থী। দলের পক্ষ থেকে এসব আয়োজন করা হয়। নেতারা এ বিষয়ে জানেন।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪