Ajker Patrika

রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

নুরুল আমিন হাসান, উত্তরা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৮: ৫০
রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

সিটি করপোরেশনের রাস্তা নিজের বলে দাবি করেছেন। সেই রাস্তায় চলাচল করার কারণে মামলা করেছেন পাঁচ প্রতিবেশীর বিরুদ্ধে। গত সোমবার রাতে প্রতিবেশীদের চলাচল ঠেকাতে রাতের আঁধারে রাস্তা আটকে তৈরি করেছেন দেয়াল। এমন অভিযোগ উঠেছে উত্তরার দক্ষিণখানে কাওলা নামাপাড়ার এক বাড়ির মালিকের বিরুদ্ধে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, নামাপাড়ার সাফার বাড়ির রুবিনা ইয়াসমিনের বাবা আফসার উদ্দিন ওরফে আসফার মৃত্যুবার্ষিকী ছিল গত সোমবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ হাবিব হাসান। তিনি ঘটনাস্থল ত্যাগ করার পর সন্ধ্যায় ওই নারী রাস্তায় দেয়াল তৈরির কাজ শুরু করেন। মঙ্গলবার থেকে ওই রাস্তায় ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে পথচারীদের।

সরেজমিনে দেখা যায়, সাফার বাড়ির সড়কটি পানির পাম্প থেকে বেপারীবাড়ির মোড় পর্যন্ত আধা কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যার মধ্যে পানির পাম্প থেকে সড়কটির ১৫০ ফুট পর্যন্ত ইটের গাঁথুনি রয়েছে। জানা যায়, সড়কটি দিয়ে প্রতিনিয়ত হাজারো মানুষের চলাচল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটিতে ২০১২-১৩ সালে তৎকালীন দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এম তোফাজ্জল হোসেন এবং ইউপি সদস্য পনু মোল্লা ইটের সলিং করেছিলেন। এ নিয়ে গত তিন মাসে তিনবার রাস্তা দখলের চেষ্টা করেছেন রুবিনা। রাস্তায় চলাচল ঠেকাতে গত ২ অক্টোবর পাঁচ প্রতিবেশীর বিরুদ্ধে নালিশি মামলা করেন রুবিনা ইয়াসমিন ও তাঁর পরিবারের সদস্যরা। গত ১৩ অক্টোবর ডিএনসিসির অঞ্চল-৭-এর নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাস্তা দখলমুক্ত করেন। এ সময় রুবিনা ইয়াসমিনের বাড়ি ও রাস্তার পাশের একটি দোকানের কিছু অংশ ভেঙে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মো. রঞ্জু আলী আজকের পত্রিকাকে বলেন, রাস্তাটি সিটি করপোরেশনের হলেও রুবিনা প্রভাব খাটিয়ে বারবার দেয়াল নির্মাণ করে এটি দখলের চেষ্টা করেছেন।’

আরেক ভুক্তভোগী মাহমুদুন নবী আজকের পত্রিকাকে বলেন, রাতের আঁধারে প্রভাব দেখিয়ে ওই নারী রাস্তার ওপর দেয়াল তৈরি করেছেন।

অভিযুক্ত রুবিনা ইয়াসমিন বলেন, ‘এখানে কোনো রাস্তা নেই। এটি রাস্তার জায়গাও নয়। আমার জায়গায় আমি দেয়াল দিচ্ছি। সিটি করপোরেশন জোর করে আমার জায়গা দখল করে রাস্তা করেছিল। এমনকি জোর করেই উচ্ছেদ অভিযান চালিয়েছিল।’

দক্ষিণখান থানার ওসি মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সিটি করপোরেশনের রাস্তা অবশ্যই জনগণের। দক্ষিণখানের কোনো রাস্তা কেউ দখল করেনি। এমন কিছু জানলে ব্যবস্থা নেব।’

ডিএনসিসির অঞ্চল-৭-এর নির্বাহী কর্মকর্তা (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি খোঁজখবর নিচ্ছি। রাস্তা দখল করার কোনো সুযোগ নেই। রাস্তা রাস্তার মতোই থাকবে।’

এ বিষয়ে ঢাকা-১৮ আসনের সাংসদ হাবিব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তা দখলের বিষয়ে আমি কিছুই জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত