Ajker Patrika

মানুষের কষ্ট লাঘবে সেতু তৈরি শিক্ষকের

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ২৩: ০৯
Thumbnail image

লালমনিরহাটের কালীগঞ্জে মানুষের কষ্ট লাঘবে ব্যক্তিগত অর্থায়নে ভাসমান সেতু তৈরি করেছেন প্রধান শিক্ষক ইব্রাহীম আলী। তিনি দুই বন্ধুকে সঙ্গে নিয়ে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের শালমারা ঘোনাপাড়া গ্রামে সতী নদীর ওপর এক মাস আগে সেতুটি নির্মাণ করেন। সেতুটি প্রায় ৮০ ফুট দৈর্ঘ্যের ও ৫ ফুট প্রস্থের। এতে ২০টি প্লাস্টিক ড্রাম, বাঁশ ও বাঁশের চাটাই ব্যবহার করা হয়েছে। খরচ হয়েছে প্রায় লাখ টাকা।

তিনি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের শালমারা ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা গেছে, প্রধান শিক্ষক ইব্রাহীমের উদ্ভাবনী চিন্তা, শ্রম ও অর্থায়নে এবং এলাকাবাসীর কষ্ট লাঘবে ভাসমান সেতুটি নির্মাণ করে অসম্ভব কাজটি তিনি সম্পন্ন করেছেন। সেতুটি নির্মাণে অর্থ জোগান দিয়েছেন প্রধান শিক্ষকের বন্ধু মো. হানিফ মিয়া ও নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বন্ধু।

এ বিষয়ে প্রধান শিক্ষক ইব্রাহীম বলেন, ‘এই স্থানে একটি পুরোনো সেতু ছিল। সরকারিভাবে নতুন করে সেতু নির্মাণ হওয়ার কথা। তাই আগের সেতুটি ঠিকাদারের লোকজন ভেঙে নিয়ে গেছেন। এরপর আর কাজ হয়নি। মানুষের কষ্ট লাঘবে আমিসহ দুই বন্ধু ভাসমান সেতুটি নির্মাণ করি।’

ওই এলাকার আবুল কালাম বলেন, ‘বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। এখন ভাসমান সেতু হওয়ায় পারাপারে সেই কষ্ট লাঘব হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত