Ajker Patrika

মানুষের কষ্ট লাঘবে সেতু তৈরি শিক্ষকের

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ২৩: ০৯
মানুষের কষ্ট লাঘবে সেতু তৈরি শিক্ষকের

লালমনিরহাটের কালীগঞ্জে মানুষের কষ্ট লাঘবে ব্যক্তিগত অর্থায়নে ভাসমান সেতু তৈরি করেছেন প্রধান শিক্ষক ইব্রাহীম আলী। তিনি দুই বন্ধুকে সঙ্গে নিয়ে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের শালমারা ঘোনাপাড়া গ্রামে সতী নদীর ওপর এক মাস আগে সেতুটি নির্মাণ করেন। সেতুটি প্রায় ৮০ ফুট দৈর্ঘ্যের ও ৫ ফুট প্রস্থের। এতে ২০টি প্লাস্টিক ড্রাম, বাঁশ ও বাঁশের চাটাই ব্যবহার করা হয়েছে। খরচ হয়েছে প্রায় লাখ টাকা।

তিনি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের শালমারা ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা গেছে, প্রধান শিক্ষক ইব্রাহীমের উদ্ভাবনী চিন্তা, শ্রম ও অর্থায়নে এবং এলাকাবাসীর কষ্ট লাঘবে ভাসমান সেতুটি নির্মাণ করে অসম্ভব কাজটি তিনি সম্পন্ন করেছেন। সেতুটি নির্মাণে অর্থ জোগান দিয়েছেন প্রধান শিক্ষকের বন্ধু মো. হানিফ মিয়া ও নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বন্ধু।

এ বিষয়ে প্রধান শিক্ষক ইব্রাহীম বলেন, ‘এই স্থানে একটি পুরোনো সেতু ছিল। সরকারিভাবে নতুন করে সেতু নির্মাণ হওয়ার কথা। তাই আগের সেতুটি ঠিকাদারের লোকজন ভেঙে নিয়ে গেছেন। এরপর আর কাজ হয়নি। মানুষের কষ্ট লাঘবে আমিসহ দুই বন্ধু ভাসমান সেতুটি নির্মাণ করি।’

ওই এলাকার আবুল কালাম বলেন, ‘বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। এখন ভাসমান সেতু হওয়ায় পারাপারে সেই কষ্ট লাঘব হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত