Ajker Patrika

ঈদের তিন নাটকে কেয়া পায়েল

ঈদের তিন নাটকে কেয়া পায়েল

ভালো নির্মাণ আর ব্যতিক্রমী গল্পের নাটক প্রকাশের কথা জানিয়ে পথচলা শুরু করেছিল পিকক এন্টারটেইনমেন্ট। এরই মধ্যে পিকক প্রযোজিত বেশ কিছু নাটক দর্শকপ্রিয় হয়েছে। এসব নাটকের তালিকায় আছে ‘বিসর্জন’, ‘জোড়া শালিক’, ‘মন জড়াব তোরই ঘরে’, ‘কলকাতার জামাই’ ইত্যাদি।

এবার ঈদে চারটি নাটক প্রযোজনা করেছে পিকক। এর তিনটি নাটকেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। কেয়ার বিপরীতে দুই নাটকে আছেন ফারহান আহমেদ জোভান, একটিতে তৌসিফ মাহবুব। নাটক তিনটি হলো ‘এ হৃদয়’, ‘সামার ব্রেক’ ও ‘বন্ধুত্ব নাকি প্রেম’।

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বানিয়েছেন ‘এ হৃদয়’ নামের নাটকটি। এতে কেয়ার সঙ্গে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান। নাটকটি নিয়ে নির্মাতা বান্নাহ বলেন, ‘এ হৃদয় একটি রোমান্টিক গল্পের নাটক। গতানুগতিক ভাবনা আর ধারার বাইরে গিয়ে নির্মাণের চেষ্টা করেছি। আমার ধারণা, চেষ্টাটা দর্শকের নজর এড়াবে না। তা ছাড়া, জোভান ও কেয়া এখন দর্শকপ্রিয় জুটি। সব মিলিয়ে নাটকটি ভালো লাগবে সবার।’

কেয়া পায়েল। ছবি: সংগৃহীতজোভানের সঙ্গে কেয়া অভিনীত অন্য নাটকটির নাম ‘বন্ধুত্ব নাকি প্রেম’। পরিচালনা করেছেন মাশরিকুল আলম। নির্মাতা জানিয়েছেন, দুজন মানুষের বন্ধুত্ব আর প্রেমের দ্বন্দ্ব নিয়ে নাটকের গল্প।

কেয়া অভিনীত পিককের তৃতীয় নাটকটির নাম ‘সামার ব্রেক’। পরিচালনা করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পি। এতে কেয়ার সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। 

এ ছাড়া তৌসিফ অভিনীত আরও একটি নাটক প্রকাশ করবে পিকক। নাম ‘মন বোঝে না’। নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন তটিনী।

আসন্ন ঈদের দিনে নাটক চারটি প্রকাশ করা হবে পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত