Ajker Patrika

সড়ক দুর্ঘটনা রোধে পথসভা

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ৫৩
সড়ক দুর্ঘটনা রোধে পথসভা

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের কুসুমবাগ পয়েন্টে এ সভা হয়।

ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ও মৌলভীবাজার ট্রাফিক বিভাগের সহযোগিতায় সচেতনতামূলক পথসভাটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) মো. মাহফুজ আলম, ট্রাফিক ইন্সপেক্টর দেওয়ান মোহাম্মদ মারিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর বায়জিদ মাহবুব, সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মশিউর রহমান, সদর ফাঁড়ির ইনচার্জ নব গোপাল দাশ, সার্জেন্ট স্বপন তালুকদার ও ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান সাদেকুর রহমানসহ সংঘটনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। অকালে তাজা প্রাণ যাতে সড়কে ঝরে না পড়ে এ ব্যাপারে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ সব সময় আন্তরিক।

তিনি আরও বলেন, সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি ট্রাফিক আইন মেনে চলতে জনগণের সচেতনতার ওপর অধিক গুরুত্বারোপ করেন।

পথসভা শেষে পুলিশ সুপার ট্রাফিক আইন মেনে হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত