Ajker Patrika

প্রশিক্ষণ বদলে দিচ্ছে বেকার নারীদের ভাগ্য, হচ্ছেন স্বাবলম্বী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১২
প্রশিক্ষণ বদলে দিচ্ছে বেকার নারীদের ভাগ্য, হচ্ছেন স্বাবলম্বী

নওগাঁর ধামইরহাট উপজেলায় দক্ষ নারী সমাজ গড়ে তোলার জন্য বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে বেকার শিক্ষিত নারীরা হয়ে উঠছেন স্বাবলম্বী।

উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে অসহায় বেকার নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নারী সমাজ গড়ে তোলার জন্য কর্মসূচি নেওয়া হয়েছে। মাতৃত্বকালীন ভাতা, ক্ষুদ্রঋণ কার্যক্রম, সচেতনতামূলক কার্যক্রম, আইজিএ প্রকল্প, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল, নারীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ প্রকল্প ও জয়িতা অন্বেষণে উপজেলায় এসব প্রকল্প পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়াও বেকার নারীদের আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের কর্মদক্ষতা বাড়াতে তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু করা হয়েছে। এতে ২টি ট্রেডে মোট ৫০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন।

তাঁদের মধ্যে ফ্যাশন ডিজাইনার ২৫ জন এবং মাশরুম, ভার্মিকম্পোস্ট, মৌ-চাষে ২৫ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ নেন। বর্তমানে ১৩ নম্বর ব্যাচের মাধ্যমে চলছে নারীদের এ প্রশিক্ষণ কর্মসূচি। আর প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হয়ে নিজ পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।

উপজেলার বড় চকগোপাল এলাকার তনু জানান, তিনি ব্লক-বাটিকের ওপরে প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ নেওয়ার পর এলাকায় একটি প্রতিষ্ঠান দিয়ে ব্লক-বাটিকের ওপরে নিয়মিত কাজ করছেন। নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানান তিনি।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, গত বছরের ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ। আগামী মার্চ মাসের ২০ তারিখ পর্যন্ত চলবে। প্রতিবছর তিন মাসে চারটি ভাগে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে করে ওই নারীরা উপকৃত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত