Ajker Patrika

অসচ্ছল ছাত্রীর পাশে জেলা প্রশাসন

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০: ৩২
অসচ্ছল ছাত্রীর পাশে জেলা প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় থাকা আর্থিকভাবে অসচ্ছল এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে শরীয়তপুরেরজেলা প্রশাসন। সবশেষ অনুষ্ঠিত ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ওই শিক্ষার্থী ১৪৯তম স্থান অধিকার করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার দরিদ্র দিন মজুরের মেধাবী মেয়েটি সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪৯তম স্থান লাভ করেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর বিশ্ববিদ্যালয়ের ভর্তির স্বপ্ন অনেকটাই অনিশ্চয়তায় পড়ে যায়। পরে গতকাল সোমবার জেলা প্রশাসক বরাবর আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন ওই শিক্ষার্থী। বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক তাঁকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেন শরীয়তপুরের জেলা প্রশাসক।

জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ‘সোনার বাংলা গড়ার স্বপ্নের বীজ ভবিষ্যতকাণ্ডারীদের মধ্যে বপন করাই এই সহায়তার উদ্দেশ্য। যাতে আজকের শিক্ষার্থীরা দেশপ্রেমিক ও মানবসেবক হিসেবে তাঁদের পদচিহ্ন রেখে যেতে পাড়েন উন্নত বাংলাদেশ বিনির্মাণে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত