Ajker Patrika

হাসপাতাল থেকে ফিরেই পেলেন এক লাখ গোলাপ

হাসপাতাল থেকে ফিরেই পেলেন এক লাখ গোলাপ

তেমন কিছু নয়। একটি আঙুল সামান্য কেটে গিয়েছিল। তাতেই হাসপাতালে ভর্তি হন উর্বশী রাউতেলা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে দ্রুত আরোগ্য কামনার জন্য ভক্তদের অনুরোধ করেন। সেই ভিডিওতে দেখা যায়, উর্বশীর আঙুল থেকে রক্ত ঝরছে। তিনি হাসপাতালের বেডে বসে আছেন। মুখে অক্সিজেন মাক্স পরা। তবে খুব বড় কিছু যে ঘটেনি, তা ভিডিও দেখেই আন্দাজ করা যায়। ফলে খুব বেশি সহানুভূতি জোটেনি। সুস্থতা কামনার বদলে নেটিজেনরা নায়িকাকে কটাক্ষই করেছেন বেশি। এটিকে প্রচারে থাকার কৌশল হিসেবেই ধরে নিয়েছেন অনেকে।

কেউ পরামর্শ দিয়েছেন, ‘একটু হলুদ লাগিয়ে দিলেই তো ঝামেলা মিটে যেত!’ কেউ ব্যঙ্গ করেছেন, ‘আপনিই প্রথম নারী যে এত তুচ্ছ কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।’ বিস্ময় প্রকাশ করে কেউ লিখেছেন, ‘রান্নাঘরে তো মেয়েদের রোজ এ রকম হাত কাটে, এর জন্য হাসপাতালে!’ রসিকতা করে দুই টাকার ব্যান্ড এইড কিনে আঙুলে জড়িয়ে নিতে বলেন কেউ কেউ।

এ ধরনের নানা নেতিবাচক প্রতিক্রিয়ায় যখন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে, তখন উর্বশী হাজির আরেক ভিডিও নিয়ে। তাতে দেখা যাচ্ছে, গোলাপের স্তূপের মাঝে বসে আছেন তিনি। ভিডিওর ক্যাপশনে উর্বশী গোলাপের সংখ্যাও জানিয়ে দিয়েছেন, ‘আমার দ্রুত আরোগ্য কামনা করে ভক্তদের কাছ থেকে পেলাম এক লাখ গোলাপ!’

উর্বশীর পুরো ঘর ভরে গেছে গোলাপ ফুলেঅভিনেত্রীর দাবি, একদিকে যেমন অনেকে তাঁর সমালোচনা করেছেন, অনেকে আবার চিন্তিতও ছিলেন। উর্বশী হাসপাতাল থেকে বাসায় পৌঁছেই পান বিশাল সারপ্রাইজ। তাঁর পুরো ঘর ভরে গেছে গোলাপ ফুলে! গুনে দেখা যায়, গোলাপের সংখ্যা এক লাখ! কিন্তু কে বা কারা তাঁকে এত গোলাপ উপহার পাঠিয়েছে, তাদের নাম উল্লেখ করেননি উর্বশী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত