তেমন কিছু নয়। একটি আঙুল সামান্য কেটে গিয়েছিল। তাতেই হাসপাতালে ভর্তি হন উর্বশী রাউতেলা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে দ্রুত আরোগ্য কামনার জন্য ভক্তদের অনুরোধ করেন। সেই ভিডিওতে দেখা যায়, উর্বশীর আঙুল থেকে রক্ত ঝরছে। তিনি হাসপাতালের বেডে বসে আছেন। মুখে অক্সিজেন মাক্স পরা। তবে খুব বড় কিছু যে ঘটেনি, তা ভিডিও দেখেই আন্দাজ করা যায়। ফলে খুব বেশি সহানুভূতি জোটেনি। সুস্থতা কামনার বদলে নেটিজেনরা নায়িকাকে কটাক্ষই করেছেন বেশি। এটিকে প্রচারে থাকার কৌশল হিসেবেই ধরে নিয়েছেন অনেকে।
কেউ পরামর্শ দিয়েছেন, ‘একটু হলুদ লাগিয়ে দিলেই তো ঝামেলা মিটে যেত!’ কেউ ব্যঙ্গ করেছেন, ‘আপনিই প্রথম নারী যে এত তুচ্ছ কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।’ বিস্ময় প্রকাশ করে কেউ লিখেছেন, ‘রান্নাঘরে তো মেয়েদের রোজ এ রকম হাত কাটে, এর জন্য হাসপাতালে!’ রসিকতা করে দুই টাকার ব্যান্ড এইড কিনে আঙুলে জড়িয়ে নিতে বলেন কেউ কেউ।
এ ধরনের নানা নেতিবাচক প্রতিক্রিয়ায় যখন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে, তখন উর্বশী হাজির আরেক ভিডিও নিয়ে। তাতে দেখা যাচ্ছে, গোলাপের স্তূপের মাঝে বসে আছেন তিনি। ভিডিওর ক্যাপশনে উর্বশী গোলাপের সংখ্যাও জানিয়ে দিয়েছেন, ‘আমার দ্রুত আরোগ্য কামনা করে ভক্তদের কাছ থেকে পেলাম এক লাখ গোলাপ!’
অভিনেত্রীর দাবি, একদিকে যেমন অনেকে তাঁর সমালোচনা করেছেন, অনেকে আবার চিন্তিতও ছিলেন। উর্বশী হাসপাতাল থেকে বাসায় পৌঁছেই পান বিশাল সারপ্রাইজ। তাঁর পুরো ঘর ভরে গেছে গোলাপ ফুলে! গুনে দেখা যায়, গোলাপের সংখ্যা এক লাখ! কিন্তু কে বা কারা তাঁকে এত গোলাপ উপহার পাঠিয়েছে, তাদের নাম উল্লেখ করেননি উর্বশী।
তেমন কিছু নয়। একটি আঙুল সামান্য কেটে গিয়েছিল। তাতেই হাসপাতালে ভর্তি হন উর্বশী রাউতেলা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে দ্রুত আরোগ্য কামনার জন্য ভক্তদের অনুরোধ করেন। সেই ভিডিওতে দেখা যায়, উর্বশীর আঙুল থেকে রক্ত ঝরছে। তিনি হাসপাতালের বেডে বসে আছেন। মুখে অক্সিজেন মাক্স পরা। তবে খুব বড় কিছু যে ঘটেনি, তা ভিডিও দেখেই আন্দাজ করা যায়। ফলে খুব বেশি সহানুভূতি জোটেনি। সুস্থতা কামনার বদলে নেটিজেনরা নায়িকাকে কটাক্ষই করেছেন বেশি। এটিকে প্রচারে থাকার কৌশল হিসেবেই ধরে নিয়েছেন অনেকে।
কেউ পরামর্শ দিয়েছেন, ‘একটু হলুদ লাগিয়ে দিলেই তো ঝামেলা মিটে যেত!’ কেউ ব্যঙ্গ করেছেন, ‘আপনিই প্রথম নারী যে এত তুচ্ছ কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।’ বিস্ময় প্রকাশ করে কেউ লিখেছেন, ‘রান্নাঘরে তো মেয়েদের রোজ এ রকম হাত কাটে, এর জন্য হাসপাতালে!’ রসিকতা করে দুই টাকার ব্যান্ড এইড কিনে আঙুলে জড়িয়ে নিতে বলেন কেউ কেউ।
এ ধরনের নানা নেতিবাচক প্রতিক্রিয়ায় যখন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে, তখন উর্বশী হাজির আরেক ভিডিও নিয়ে। তাতে দেখা যাচ্ছে, গোলাপের স্তূপের মাঝে বসে আছেন তিনি। ভিডিওর ক্যাপশনে উর্বশী গোলাপের সংখ্যাও জানিয়ে দিয়েছেন, ‘আমার দ্রুত আরোগ্য কামনা করে ভক্তদের কাছ থেকে পেলাম এক লাখ গোলাপ!’
অভিনেত্রীর দাবি, একদিকে যেমন অনেকে তাঁর সমালোচনা করেছেন, অনেকে আবার চিন্তিতও ছিলেন। উর্বশী হাসপাতাল থেকে বাসায় পৌঁছেই পান বিশাল সারপ্রাইজ। তাঁর পুরো ঘর ভরে গেছে গোলাপ ফুলে! গুনে দেখা যায়, গোলাপের সংখ্যা এক লাখ! কিন্তু কে বা কারা তাঁকে এত গোলাপ উপহার পাঠিয়েছে, তাদের নাম উল্লেখ করেননি উর্বশী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪