Ajker Patrika

ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ৩

ফেনী প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬: ০৩
ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ৩

ফেনীতে অর্ধ কোটি টাকার ইয়াবাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে র‍্যাব। এ সময় কাভার্ড ভ্যানের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের শ্যামলী পরিবহন বাস কাউন্টারের সামনে চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজারের রামু উপজেলার মেরুল এলাকার মো. কামরুল নেওয়াজ (৩২), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শেখদি এলাকার মো. সাগর (২৮) এবং একই এলাকার পাল তালুক।

র‍্যাব জানায়, এ সময় কাভার্ড ভ্যানের ড্রাইভিং সিটের পাশে বিশেষ কৌশলে রাখা দুটি শপিং ব্যাগে লুকিয়ে রাখা ১০ হাজার ৮৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ঢাকা মেট্রো-ট-১৩-৩৪৬৯ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। জব্দ মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫৪ লাখ ৩৫ হাজার টাকা।

ফেনীর র‍্যাব-৭-এর কোম্পানি অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, তাঁরা সুকৌশলে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল।

এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ইয়াবা ও জব্দ কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তারকৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত