Ajker Patrika

শিক্ষকদের বদলির প্রতিবাদে রাস্তায় শিক্ষার্থীরা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১০: ০২
শিক্ষকদের বদলির  প্রতিবাদে রাস্তায় শিক্ষার্থীরা

রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক প্যারালাইজডে আক্রান্ত নার্গীস আখতার বানুকে বদলি করা হয়েছে ঢাকার একটি স্কুলে। তাঁর ভাগ্য একটু ভালোই বলতে হয়। বদলি হয়ে রাজধানীতে যাচ্ছেন। কিন্তু শিরোইল সরকারি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মোস্তফা কামালের ভাগ্য অতটা ভালো নয়। তাঁকে পাঠানো হয়েছে বান্দরবানের লামা সরকারি উচ্চবিদ্যালয়ে। এভাবে রাজশাহী শহরের ছয়টি সরকারি স্কুলের অন্তত ২৭ জন জ্যেষ্ঠ শিক্ষককে বান্দরবান, ভোলা, নোয়াখালী, রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। বেশির ভাগই বান্দরবানে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। প্রতিবাদে রাস্তায় নেমেছে স্কুলগুলোর শিক্ষার্থীরাও।

শিক্ষকেরা জানান, বদলি করা ব্যক্তিদের প্রত্যেকেরই বয়স ৫৫ বছরের বেশি। কারও কারও চাকরি আছে আর মাত্র এক থেকে দুই বছর। এই বয়সে রাজশাহী অঞ্চলের কোনো স্কুলে বদলি করা হলেও তাঁরা মেনে নিতেন। কিন্তু পাঠানো হয়েছে একেবারেই প্রত্যন্ত অঞ্চলে। এমন বদলি মেনে নিতে না পেরে রাজশাহীর সরকারি ল্যাবরেটরি স্কুলের একজন শিক্ষক স্বেচ্ছায় অবসর নিতে চেয়েছিলেন। অনেক বুঝিয়ে তাঁকে থামানো হয়েছে।

এর প্রতিবাদে গত শনিবার মহানগরের সরকারি স্কুলগুলোর শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করে। গতকাল রোববারও নগরীর সাহেববাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের হাতে হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমার শিক্ষকের চোখে পানি কেন?’, ‘শিক্ষা নিয়ে রাজনীতি মানি না, মানব না’, ‘আমাদের শিক্ষক আমাদেরই থাকবে’। শিক্ষার্থীরা শিক্ষকদের বদলি আদেশ স্থগিতের দাবি জানায়।

এর আগে ৮ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এক আদেশে সারা দেশের ২৬১ জন শিক্ষককে বদলি করেন। এ আদেশে রাজশাহী মহানগরের ছয় স্কুলের ১৭ জন শিক্ষক আছেন। বদলি নিয়ে মাউশির রাজশাহী অঞ্চলের উপপরিচালক ড. শরমিন ফেরদৌস বলেন, ‘এই বদলি একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট ছিল। আবার অনেক স্কুলে বিষয়ভিত্তিক অতিরিক্ত শিক্ষক ছিলেন। এ হিসেবে বদলি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত