Ajker Patrika

রাস্তার ৪০০ গাছ কাটার অভিযোগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৩: ৫৩
রাস্তার ৪০০ গাছ কাটার অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৪০০টি সরকারি রাস্তার গাছ বিক্রির অভিযোগ উঠেছে ইউপি সদস্য আকতারুজ্জামান দুলুর বিরুদ্ধে। গাছগুলোর আনুমানিক দাম প্রায় ২০ লাখ টাকা।

অভিযুক্ত আকতারুজ্জামান দুলু ডাউয়াবাড়ি ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ১৬২ টি, ৭ নম্বর ওয়ার্ডের ৯৩টি ও ৮ নম্বর ওয়ার্ডের ১৪৫টি গাছ কাটা হয়েছে।

স্থানীয়রা জানান, গত ২৬ ডিসেম্বর হাতীবান্ধা উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচনে প্রশাসন ব্যস্ত থাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নের ৬,৭ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় ১ কিলোমিটার রাস্তার ছোট-বড় ৪০০ গাছ কেটে বিক্রি করেছে ইউপি সদস্য দুলু। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আকতারুজ্জামান দুলু আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৩ সালে ১১ সদস্য বিশিষ্ট আলোক উজ্জ্বল শাপলা সংঘ নামের একটি সমিতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের সঙ্গে ১০ বছরের চুক্তি করে ৩টি রাস্তায় বৃক্ষরোপণ করি।

ওই সমিতির আমি একজন সদস্য। আমি শুনেছি কিছু গাছ কাটা হয়েছে। আমি নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। এর বেশি কিছু জানি না। এ বিষয়ে আমাদের সমিতির সভাপতি আবু তালেব আজাদ ভালো বলতে পারবেন।’

আলোক উজ্জ্বল শাপলা সংঘ সমিতির সভাপতি আবু তালেব আজাদ বলেন, ‘গাছ কাটার বিষয়ে লিখিতভাবে কাউকে জানাইনি। কোনো টেন্ডার প্রক্রিয়াও করা হয়নি। ইউনিয়ন চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদকে মৌখিকভাবে জানিয়ে গাছ কেটেছি। এটা আমার ভুল হয়েছে। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’

এ বিষয়ে ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ সচিব আজাহারুল ইসলাম আতিক গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, ‘চুক্তি অনুযায়ী ১০ বছর পরে তাঁদের গাছ কাটার কথা ছিল। কিন্তু ১০ বছর না হতেই তাঁরা ইউনিয়ন পরিষদকে না জানিয়ে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়াই অবৈধভাবে এসব গাছ কেটেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই বিষয়ে কিছু জানি না। নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত