Ajker Patrika

রায় জানাবেন লিজা

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৯: ৫৮
রায় জানাবেন লিজা

২০০৮ সালে রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান-এ বিজয়ী হয়ে সংগীতাঙ্গনে পেশাগত যাত্রা শুরু হয় লিজার। প্রতিযোগিতায় গান গেয়ে বিচারকদের আসনের সামনে কম্পমান বুকে রায়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকার অনুভূতিটা লিজার ভালো জানা। এবার বিচারকের সেই আসনটাতেই বসবেন লিজা, জানাবেন প্রতিযোগিতার রায়। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ‘আরটিভি ইয়াং স্টার সিজন টু’র অন্যতম প্রধান বিচারক হচ্ছেন লিজা।

এর আগে দেশের কয়েকটি রিয়েলিটি শোর প্রাথমিক পর্যায়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন লিজা। এবারই প্রথম তিনি থাকছেন প্রধান বিচারকের ভূমিকায়। তাই লিজা দারুণ উচ্ছ্বসিত। আবার খানিকটা নার্ভাসও। কারণ, দেশের এ ধরনের বড় রিয়েলিটি শোর প্রধান বিচারকদের একজন হওয়া সহজ বিষয় নয়।

এ প্রসঙ্গে লিজা বলেন, ‘কেন জানি বছরের শুরু থেকেই আমার মনে হয়েছে, ২০২৩ সালটা আমার জন্য সৌভাগ্যের বছর। এই বছরেই আমার জন্য আমার মা পেলেন মা পদক, বাবা পেলেন গর্বিত বাবা পদক। আর আমি হলাম রিয়েলিটি শোর একজন প্রধান বিচারক। এ সবই আমার জন্য আনন্দের ব্যাপার। নিজের ভেতর কতটা উচ্ছ্বাস কাজ করছে, তা বলে বোঝানোর মতো নয়। আমি নিজেও রিয়েলিটি শো থেকে এসেছি। তাই আরটিভি ইয়াং স্টারের প্রধান বিচারক হিসেবে কাজ করাটা আমার জীবনে বড় একটি অংশ হয়ে থাকবে। বাংলা গানে নতুন কিছু সুন্দর ভয়েজ আসছে। আর তাদের যাত্রার শুরুতে আমিও সঙ্গে থাকব—এটা সত্যিই ভালো লাগার মতো ব্যাপার।’

অন্যদিকে, লিজা স্টেজ শোতেও নিয়মিত গান পরিবেশন করছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন টিভির লাইভ অনুষ্ঠানেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত