Ajker Patrika

আগস্টে সড়ক দুর্ঘটনা ১৯টি, নিহত ২১ জন 

সিলেট ও গোলাপগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

সিলেট বিভাগে এক মাসে (আগস্ট) সড়ক দুর্ঘটনা ঘটেছে ১৯টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১ জন। গতকাল শনিবার বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, গত আগস্ট মাসে সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত ও ৯৬১ জন আহত হন। এর মধ্যে সিলেট বিভাগে ১৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত হন।

দুর্ঘটনার বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুসারে, সারা দেশের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। আর সবচেয়ে কম দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে সিলেট বিভাগে।

সারা দেশের দুর্ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ১২৭টি (২৭.৭২ ভাগ) দুর্ঘটনায় প্রাণ হারান ১৪২ জন (২৭.৩৬ ভাগ)। সিলেট বিভাগে ১৯টি (৪.১৪ ভাগ) দুর্ঘটনায় ২১ জন (৪.০৪ ভাগ) নিহত হন। তবে সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলায় দুর্ঘটনায় কেউ মারা যায়নি। বাকি তিনটি জেলাতেই গত মাসে প্রাণহানির ঘটনা ঘটেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭২ জন, যা মোট নিহতের ৩৩ দশমিক ১৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ। দুর্ঘটনায় ১০৯ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪ জন, অর্থাৎ ১৮ দশমিক ১১ শতাংশ। একই সময়ে ১১টি নৌ দুর্ঘটনায় আটজন নিহত ও ছয়জন নিখোঁজ রয়েছেন। ২৩টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদনটি তৈরি করেছে।
গতকাল নিহত ৩এদিকে সিলেটের গোলাপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

গতকাল শনিবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সড়কের রানাপিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে লুৎফুর রহমান (৭২), তাঁর স্ত্রী জেলি বেগম (৬০) ও জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)। বিষয়টি নিশ্চিত করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

পুলিশ জানায়, গতকাল শনিবার সকাল ১০টার দিকে রানাপিং এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হলে তিনজন নিহত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত